• " />

     

    ৬০ রান তাড়া করে ৩ উইকেটে জয়!

    ৬০ রান তাড়া করে ৩ উইকেটে জয়!    

    সংক্ষিপ্ত স্কোর

    লাহোর কালান্দারস ১০.২ ওভারে ৫৯( ফখর ৩৩, হাসান ৩/২৩)

    পেশোয়ার জালমি ১৭ ওভারে ৬০/৭( মরগান ২৩, ইয়াসির ৪/৭)

    ফলাফল-  পেশোয়ার জালমি ৩ উইকেটে জয়ী।


    লক্ষ্য মাত্র ৬০। ২০ ওভারের খেলায় এ আর এমন কী! কিন্তু এই মামুলি লক্ষ্যকেই ‘পর্বতসমান’ বানিয়ে দিল প্রতিপক্ষের বোলাররা। তবে পিএসএলের শ্বাসরুদ্ধকর এক ম্যাচে শেষ পর্যন্ত লাহোর কালান্দারসকে ৩ উইকেট হারিয়েছে পেশোয়ার জালমি।

     

    সামান্য পুঁজি নিয়েই দুর্দান্ত লড়ে গিয়েছে ম্যাককালামের কালান্দারস। শুরু থেকেই পেশোয়ারকে চাপের মাঝে রেখেছেন সোহেল তানভির-ইয়াসির শাহরা। ইয়াসির একাই ধসিয়ে দিয়েছেন ড্যারেন স্যামিদের মিডল অর্ডার। নিজের চার ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৪ টি উইকেট। এউইন মরগান ও শহীদ আফ্রিদি ছাড়া দুই অংকে পৌঁছাতে পারেননি কেউই। তবে তাঁদের দুজনের ইনিংসই যথেষ্ট ছিল জয়ের জন্য। পরাজিত দলে থাকলেও অসাধারণ বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন ইয়াসির।

     

     

    টসে জিতে লাহোরকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা স্যামির পক্ষেই গিয়েছে ম্যাচের শুরুতে। প্রথম ওভার থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ম্যাককালামরা। ফখর জামানের ৩৩ রানের কল্যাণে ৫০ পেরোয় দল। কিন্তু মাত্র ১০ ওভার ব্যাটিং করতে পেরেছে তাঁরা। শূন্য রানে সাজঘরে ফিরেছে দলের ৪ জন ব্যাটসম্যান। টি-টোয়েন্টির ইতিহাসে এটা দ্বিতীয় সংক্ষিপ্ত ইনিংস।