শেবাগের টুইটে ক্ষোভ ভারত অধিনায়কের
টুইটারে রসিকতা করে প্রায়ই পোস্ট করেন। বীরেন্দর শেওয়াগ ব্যাট হাতে যতটা দুর্দান্ত, তাঁর রসবোধও খুব কম কিছু নয়। তবে এবার সেরকম একটা টুইট করতে গিয়েই হ্যাপায় পোহাচ্ছেন ভারতের সাবেক ওপেনার। ভারতের অন্ধ ক্রিকেট দলের প্রশস্তি গাওয়া টুইটটা নিয়েই এখন শেওয়াগের তুমুল সমালোচনা।
পরশু দিন পাকিস্তানকে হারিয়ে ভারতের অন্ধ দল দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে। ভারতজুড়ে পরশু থেকেই তাদের বন্দনা। শেওয়াগও টুইট করে প্রশংসা জানাতে চেয়েছিলেন তাদের। কিন্তু সেটা করতে গিয়েই বেঁধেছে গোল। “কনগ্র্যাচুলেশন টু দ্য #আদারম্যানইনব্লু ফর উইনিং দ্য ব্লাইন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট”- টুইটার পরেই শুরু হয়ে গেছে সমালোচনা। অনেকেই শেওয়াগকে বলেছেন, “আদার” শব্দটা জুড়ে দিয়ে এই দলের সঙ্গে বৈষম্য করা হচ্ছে কেন? ভারতের মূল জাতীয় দলের নাম “ম্যান ইন ব্লু”, অন্ধদের আলাদা করা হচ্ছে কেন?
শুধু টুইটারে সমালোচনা হলেই ব্যাপারটা থেমে থাকত না, সেটি গড়িয়েছে আরও বেশ কিছুদূর। দলের অধিনায়ক অজয় কুমার রেড্ডির ক্ষোভটাও চাপা থাকেনি, “আমরা একই রঙের জার্সি পড়ি, একই তেরঙ্গা পতাকা আমাদের, কিন্তু আমাদের আলাদা তকমা দেওয়া হচ্ছে কেন? উনি আমাদের অভিনন্দন জানিয়েছেন, অবশ্যই সেটা ভালো লেগেছে। কিন্তু আমাদের এভাবে কোনো তকমা দেওয়া হোক সেটা আমরা চাই না।” অনেকে আবার কোহলিকে মনে করিয়ে দিয়েছেন, ভারতের অন্ধদের দলটা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, কোহলিদেরও ওই কীর্তি নেই। তাহলে কোহলিদেরই তো “আদার” বলা উচিত।
শেওয়াগ অবশ্য পরে আত্মপক্ষ সমর্থন করেছেন। তাঁর দাবি, অফিসিয়াল প্রচারণাতেই সব জায়গায় “আদার” শব্দটা ব্যবহার করা হয়েছে। সেখানে তাঁকে কাঠগড়ায় তোলার কোন যুক্তি নেই।
কিন্তু সমালোচকদের মুখ কি তাতে বন্ধ হবে?