অসময়ের এক উইকেটেই হারলো জিম্বাবুয়ে
রায়ান বার্লের অভিষেক ছিল আজ। ৪৬ বলে ২৮ রানের ইনিংসটা জিম্বাবুইয়ান ব্যাটসম্যানের যতোটা না মনে থাকবে, তার চেয়েও বেশী মনে থাকবে তাঁর উইকেটটা। এই একটা উইকেটই যে কার্যত জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে ম্যাচ! হারারেতে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ডি-এল পদ্ধতিতে ১২ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে আফগানিস্তান।
২১৬ রানের লক্ষ্যে জিম্বাবুয়ে ব্যাট করছিল তখন। ৭ উইকেট হাতে নিয়ে দরকার ১১৭ রান, ২৩ ওভারে। ডি-এল পদ্ধতিতেও জিম্বাবুয়ে এগিয়ে তখন এক রানে। রাশীদ খানের ভেতরের দিকে ঢোকা বলটায় এলবিডাব্লিউ হলেন বার্ল, হিসাব নিকাশও বদলে গেল তখনোই। নতুন ব্যাটসম্যান তারিসাই মুসাকান্দা যখন নামছিলেন, আকাশ যেন তখনোই ফিরে তাকিয়েছে আফগানিস্তানের দিকে। নামতে শুরু করেছে বৃষ্টি।
বৃষ্টি থামলো কিছুক্ষণ পর, ডি-এল পদ্ধতিতে আফগানরা তখন এগিয়ে গেছে ১৩ রানে। খেলা শুরুর আগেই আবার নামলো বৃষ্টি। আবার থামলো, ব্যাটসম্যান ফিল্ডাররা নামলেন। তবে মাঠে সমস্যা দেখা দিল, খেলার জন্য তখনও প্রস্তুত হতে পারেনি হারারের মাঠ। গ্রাউন্ডসম্যানদের চেষ্টা শেষ পর্যন্ত বিফলেই গেল, ম্যাচের সমাপ্তিও টানা হলো। আফগানরা জিতলো ১২ রানে।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক আসগর স্ট্যানিকজাইয়ের ফিফটি আর শেষের দিকে রাশীদ খানের ১৮ বলে ৩১ রানের ক্যামিওতে ২১৫ রান করে আফগানিস্তান। ম্যাচসেরা হয়েছেন স্ট্যানিকজাই, তবে রাশীদ খানের ওই ‘সময়োচিত’ উইকেটটাও তো আফগানদের জয়ে রেখেছে অনেক বড় অবদান!
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ২১৫ অলআউট, ৪৯.২ ওভার (স্ট্যানিকজাই ৫০, ক্রেমার ৩-৪৬)
জিম্বাবুয়ে ৯৯-৪, ২৭.২ ওভার (অরভিন ৩৮*, নাইব ১-১২)
ফল : ডি-এল পদ্ধতিতে আফগানিস্তান ১২ রানে জয়ী