• " />

     

    শেষ ম্যাচেও হারলো বাংলাদেশ

    শেষ ম্যাচেও হারলো বাংলাদেশ    

    সাতজন বোলার। ছয়জনই উইকেট পেয়েছেন। যিনি পাননি, সেই জাহানারা আলমও ১০ ওভারে দিয়েছেন ৩৪ রান। শ্রীলঙ্কার মেয়েদের ১৯৭ রানেই বেঁধে রাখতে পেরেছিল বাংলাদেশ। তবে ইনিংসের প্রথম বলেই উইকেট হারিয়ে বোলিংয়ের রেশটা মিলিয়ে যেতে শুরু করেছিল। ৬৮ রানে ৫ উইকেট হারানোর পর এলো বৃষ্টি, বাংলাদেশের থেকে দূরে মিলিয়ে গেল ম্যাচটাই। বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে বাংলাদেশের মেয়েরা।

     

    টসে জিতে রুমানা আহমেদ ফিল্ডিং নিয়েছিলেন, তবে শ্রীলঙ্কার টপ অর্ডার দুশ্চিন্তায় বাড়িয়েছিল শুধু। ১৪০ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা, এরপরের ৫ উইকেট পড়েছে আর ৫৭ রান যোগ করতেই। শ্রীলঙ্কার আশা হয়ে ছিলেন চামারি আতাপাত্তু, অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে করেছেন ৮৪ রান। সালমা খাতুন নয় ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

     

    ব্যাটিং বিপর্যয়ের সময়ও বাংলাদেশের ভরসা হয়ে ছিলেন শায়লা শারমিনের সঙ্গে ওই সালমাই। টপ অর্ডারে নিগার সুলতানা করেছেন ২৪ রান। শায়লা অপরাজিত ছিলেন ২১ রানে, সালমার রান ছিল ৭। বৃষ্টি বাগড়া বাঁধায় তখনোই। সে বৃষ্টি থামেনি, ডি-এল পদ্ধতিতে তাই ৪২ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। সঙ্গে বিশ্বকাপ খেলার স্বপ্নটাও শেষ হয়ে গেছে।

    টুর্নামেন্টে ভারতের সঙ্গে ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা। 

     

    সংক্ষিপ্ত স্কোর

    শ্রীলঙ্কা উইমেন ১৯৭-৯, ৫০ ওভার (আতাপাত্তু ৮৪, সালমা ৩-১৮)

    বাংলাদেশ উইমেন ৬৮-৫, ২১ ওভার (নিগার ২৪, প্রাবোধানি ২-১৪)

    ফলঃ শ্রীলঙ্কা উইমেন ৪২ রানে জয়ী (ডি-এল)