• আইপিএল
  • " />

     

    রশীদ-নবীতে আইপিএলে আফগান ইতিহাস

    রশীদ-নবীতে আইপিএলে আফগান ইতিহাস    

    দূরত্বের কারণে দুই দেশের সময়ের ব্যবধান অনেক। ভারতে যখন আইপিএল নিলাম শুরু হয়েছে, হারারেতে তখনো ভোরের আলোই ঠিকমতো ফোটেনি। তবে কাকভোরে ঘুম ছেড়ে উঠে হারারেতে কয়েকজন হয়তো চোখ রাখছিলেন মুঠোফোনে। তাঁদের দুজনের অপেক্ষা সার্থক হয়েছে, প্রথম দুই আফগানিস্তান ক্রিকেটার হিসেবে আইপিএলে নাম লিখিয়েছেন মোহাম্মদ নবী ও রশীদ খান। ৩০ লাখ রূপি মূল্যে নবীকে দলে নিয়েছে মুস্তাফিজের দল হায়দরাবাদ সানরাইজার্স। তবে তার চেয়েও বড় চমক হয়ে এসেছে রশীদ খানের নিলাম। ভিত্তিমূল্যের আটগুণ ৪ কোটি রূপি দিয়ে এই আফগান স্পিনারকে দলে ভিড়িয়েছে সানরাইজার্সই।

    আইপিএলের এই নিলামে বেশ কয়েকজন আফগান ক্রিকেটারই ছিলেন। নবী তো আছেনই, মোহাম্মদ শাহজাদ, রশীদ খান, আসগর স্টানিকজাই, দৌলত জাদরানদের  নামও ছিল প্রাথমিক তালিকায়। শেষ পর্যন্ত সেখান থেকে আপাতত ভাগ্যে শিকে ছিড়ল নবী ও রশিদের। নিলাম শুরুর আগেই নবী বলেছিলেন, বিশ্বের সেরা লিগে আফগানিস্তানের কারও থাকাটা হবে দুর্দান্ত কিছু। শেষ পর্যন্ত দুজনের স্বপ্নই পূরণ হয়েছে।

    বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ কিছুদিন ধরেই খেলে যাচ্ছেন নবী। বিপিএলেও চট্টগ্রামের হয়েও ব্যাটে-বলে দারুণ খেলেছিলেন, টুর্নামেন্টসেরার দৌড়ে মাহমুদউল্লাহর সঙ্গে টক্করও দিয়েছিলেন বেশি। রশীদ খানও ১৩ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন, তবে উইকেটের সংখ্যা ঠিক বোঝাতে পারবে না কুমিল্লার হয়ে কতটা দুর্দান্ত ছিলেন এই লেগ স্পিনার। শেষ পর্যন্ত দুজনকেই একসঙ্গে নাম লিখিয়েছে হায়দরাবাদ। বিদেশী খেলোয়াড় হিসেবে তাদের আগে থেকেই ছিলেন ওয়ার্নার, মুস্তাফিজ, ময়জেস হেনরিকস, বেন কাটিং, কেন উইলিয়ামসন। এউইন মরগান ও ট্রেন্ট বোল্টকে ছেড়ে দেওয়ার পর এবার তারা দলে নিল দুই আফগানকে।