আইপিএলে এখনো উপেক্ষিতই বাংলাদেশ
মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে আগে থেকেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তাঁদের দল। এবারের আইপিএলে নিলামে নাম উঠেছিল আরও ছয় বাংলাদেশীর। প্রথম দিনে তাঁদের কেউই এখন পর্যন্ত দল পাননি।
গত বছর হায়দরাবাদের হয়ে প্রথম মৌসুমেই আইপিএল শিরোপা জিতেছিলেন মুস্তাফিজ। সাকিবও কেকেআরের হয়ে সেই স্বাদ পেয়েছেন আগেই। দুজনেই এবার আগের দলেই খেলবেন। তবে বাকিদের কাউকে কোনো দল নেয় কি না সেটারই অপেক্ষা ছিল।
সকালে এনামুল হক বিজয়কে নিতে আগ্রহ দেখায়নি কোনো ক্লাব। এরপর দুপুরে একে একে মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মাহমুদউল্লাহর নাম ডাকা হলেও সব দল নিশ্চুপ ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো তাসকিন আহমেদ ও তামিম ইকবাল উপেক্ষিতই আছেন।