• " />

     

    বর্ণবাদী মন্তব্য শুনে কাঁদলেন ব্রাজিলিয়ান ফুটবলার

    বর্ণবাদী মন্তব্য শুনে কাঁদলেন ব্রাজিলিয়ান ফুটবলার    

    বহু যুগ আগেই বর্ণবাদের কালো ছায়া ফুটবলের উপর পড়েছে। বিশেষ করে ব্রাজিলিয়ান ফুটবলারদের তো মাঝেমধ্যেই এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এবার দর্শকের বর্ণবাদী আচরণ সহ্য করতে না পেরে কেঁদেই ফেলেছেন সার্বিয়ান ক্লাব পার্টিযান বেলগ্রেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার এভারটন লুইজ।

     

    চিরপ্রতিদ্বন্দ্বী রেড বেলগ্রেডের মাঠে খেলতে গিয়েছিল পার্টিযানরা। ম্যাচের শুরু থেকেই এভারটনকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করতে থাকে রেডের ভক্তরা। অনেকেই ‘বানর’ বলে গালিও দিয়েছে ২০১৩ সালে সার্বিয়াতে খেলতে আসা এভারটনকে। এসব সহ্য করতে না পেরে ম্যাচ শেষে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি, “আমি নিজেকে সামলাতে পারিনি। পুরো ৯০ মিনিট ধরেই আমাকে ওসব বলা হয়েছে। সবচেয়ে অবাক হয়েছি প্রতিপক্ষ দলের আচরণ দেখে। যেখানে তাঁদের উচিত ছিল আমার পাশে দাঁড়ানো, সেখানে তারা দর্শকের পক্ষ নিয়েছে! এই দিনটা আমি ভুলে যেতে চাই। আমি এবং আমার পরিবার সার্বিয়াকে নিজের বাড়ির মতো ভাবি। কষ্টটা এই কারণেই একটু বেশি।”

     

     

    দর্শকের এরকম আচরণে ক্ষুদ্ধ দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেডদের স্টেডিয়ামে কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না বলে এক বিবৃতিতে জানানো হয়েছে, “দর্শকদের ওই আচরণের জন্য কিং পিটার স্টেডিয়ামকে সাময়িকভাবে নিষিদ্ধ করছে সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই মাঠে কোনো বিভাগের খেলাই অনুষ্ঠিত হবে না।”

     

    ২০১২ সালে অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে ইংল্যান্ডের একজন কৃষ্ণাঙ্গ ফুটবলারকে উদ্দেশ্য করে বর্ণবাদী  মন্তব্য করেছিল সার্বিয়ান দর্শকরা। ইংল্যান্ড-সার্বিয়া দুই দলের ফুটবলারদের মাঝেও হাতাহাতি লেগে গিয়েছিল সেবার।