• আইপিএল
  • " />

     

    'আইপিএলের নিলাম টেস্ট ক্রিকেটের মুখে চপোটাঘাত'

    'আইপিএলের নিলাম টেস্ট ক্রিকেটের মুখে চপোটাঘাত'    

    আইপিএল মানেই টাকার ঝনঝনানি। নিলামে কোটি কোটি টাকায় বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের কিনে নেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। এবারের নিলামে সবচেয়ে বেশি দামে (১.৭ মিলিয়ন পাউন্ডে) ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসকে দলে ভিড়িয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। অপ্রত্যাশিতভাবে আরেক ইংলিশ পেসার টাইমাল মিলসকে ১.৪ মিলিয়নে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরু। তবে ইংলিশ ক্রিকেটারদের রাতারাতি এত দাম ওঠা ঠিক পিঠ চাপড়ে দিতে পারছেন না কেভিন পিটারসেন। তাঁর মতে, আইপিএলের নিলাম টেস্ট ক্রিকেটের মুখে ‘চপোটাঘাত’।

     

    পিঠের ব্যথার কারণে মিলস শুধুমাত্র টি-টোয়েন্টিই খেলেন। পিটারসেন মনে করেন, টেস্ট না খেলা একজন ক্রিকেটারের এভাবে রাতারাতি ‘কোটিপতি’ হয়ে যাওয়াটা ভালো কিছু নয়, “একজন টি-টোয়েন্টি স্পেশালিষ্ট ইংল্যান্ডের সবচেয়ে ধনী ক্রিকেটারদের একজন হয়ে গেলো! আইপিএলের এই নিলাম টেস্ট ক্রিকেটের মুখে একটা ‘চপোটাঘাত’ ছাড়া আর কিছুই নয়। তবে আমি মিলসকে কোনো দোষ দিচ্ছি না। সে তো নিজের সুবিধামতোই খেলে যাচ্ছে।”

     

     

    ২০১৪ সালের পর বিভিন্ন দেশের ঘরোয়া লিগে টি-টোয়েন্টি খেলছেন কেপি। হুট করেই টি-টোয়েন্টিতে টাকার পরিমাণটা বেড়ে গিয়েছে বলেই মানছেন পিটারসেন, “আমাদের সময়ে এরকম ছিল না। এখন তরুণ ক্রিকেটাররা অনেক বেশি আয় করে। আমি জানি টি-টোয়েন্টি খুব দর্শকপ্রিয়তা পেয়েছে। কিন্তু এটার ফলে টেস্ট ক্রিকেট দিন দিন পিছিয়ে পড়ছে। আইসিসির উচিত এই ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেওয়া।”