১৩ বছর পর সেই ট্রেনে চাপলেন ধোনি
২০০১ থেকে ২০০৩। প্রায় দু’ বছর চাকরি করেছেন ভারতীয় রেলের ‘টিকেট ইন্সপেকটর’ হিসেবে। জীবনের কঠিন সময়টায় জীবিকার তাগিদে দিনের পর দিন কেটেছে ট্রেনে। মাঝের যুগকালের গল্পটা অবশ্য এরপর একেবারেই ভিন্ন। রেলের ‘টিটিই’ হয়ে গেছেন ভারত ক্রিকেট দলের অধিনায়ক। দু’ দুটো বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সফলতম অধিনায়কও তিনিই। যাতায়াতের জন্য এখন তাঁর কোটি টাকার ব্যক্তিগত গাড়ি আছে, দূরপাল্লার ভ্রমণে বিমানের বিজনেস ক্লাস কিংবা বিলাসবহুল বাস; ট্রেনে চড়ার সময় বা সুযোগ কোথায়! কিন্তু ক্যারিয়ারের পড়ন্ত বেলায় জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে যখন অনেকটাই নির্ভার, কিছু সময়ের জন্য যেন ধোনি যেন ফিরে গেলেন তাঁর অতীতে। তেরো বছর পর ট্রেনে চড়ার স্মৃতিটা ক্যামেরাবন্দী করে লিখলেন, “লম্বা ভ্রমণটা উপভোগই করতে যাচ্ছি।”
জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার পর এবার আইপিএলেও পুনের দলটার অধিনায়ক থাকছেন না ধোনি। তবে নতুন করে পেয়েছেন ভারতের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ একদিনের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খন্ড দলের নেতৃত্ব। সে টুর্নামেন্টের ম্যাচ খেলতে সদলবলে ট্রেনে চড়েই কলকাতা রওনা হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
আর মুহুর্তটা যে তাঁকে স্মৃতিকাতর করে দিচ্ছে সেটা বোঝা গেলো ইন্সটাগ্রামে তাঁর দেয়া সেলফির ক্যাপশনেই, “১৩ বছর পর ট্রেনে চড়লাম। লম্বা পথটা উপভোগই করতে যাচ্ছি। সতীর্থদের সাথে খোশগল্পে দারুণ একটা সময়ই কাটবে।”