'চিরস্থায়ী' থাকছে না টেস্ট মর্যাদাও!
আইসিসির ‘পূর্ণ সদস্যদের’ নিশ্চিন্তে থাকার দিন বোধহয় ফুরোলো। গত কাল সব টেস্ট খেলুড়ে দেশকে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সামনের দিনগুলোতে তাঁদের এই সদস্যপদ বাতিলও হতে পারে!
এক বৈঠকের পর সব দেশের বোর্ডকে পাঠানো এক ইমেইলে বলা হয়েছে, শর্ত পূরণ না করলে ‘পূর্ণ সদস্য’ থেকে ‘সহযোগী সদস্যেও’ নেমে যেতে পারে যেকোনো টেস্ট খেলুড়ে দেশই, “পূর্ণ সদস্যপদ চিরস্থায়ী নয়। যদি আইসিসির বিভিন্ন শর্ত পুরনে ব্যর্থ হয় তাহলে তাঁরা সহযোগী সদস্য হিসেবে নিচের স্তরে নেমে যাবে।”
আইসিসির এই নিয়মে টেস্ট স্ট্যাটাস হারানোর শঙ্কায় পড়েছে র্যাঙ্কিংয়ের নিচের দিকের দলগুলো। অন্যদিকে সহযোগী সদস্য দেশগুলোও পূর্ণ সদস্যপদ লাভের আশা করা শুরু করেছে। তবে কোন কোন শর্তের ওপর সদস্যপদের ব্যাপারটি নির্ভর করবে, সেটা এখনো নির্ধারণ করা হয়নি। ধারণা করা হচ্ছে আর্থিক দিক এবং মাঠের পারফরম্যান্স দুটোই আমলে নেওয়া হবে। নির্দিষ্ট একটি সময় পর পর সদস্যপদের ব্যাপারে সিদ্ধান্ত দেবে আইসিসি, “পূর্ণ সদস্যদের ক্ষেত্রে ৫ বছর এবং সহযোগী সদস্যদের ক্ষেত্রে ২ বছর পর পর সিদ্ধান্ত নেওয়া হবে। খুব দ্রুতই এই ব্যাপারে সবার সাথে বিস্তারিত কথা বলা হবে।”
আইসিসির পক্ষ থেকে আরও বলা হয়েছে, বোর্ডের জন্য বরাদ্দ টাকা সঠিকভাবে খরচ করতে না পারলে শাস্তির মুখোমুখিও হতে হবে।