টেলর-সাউদিদের সতীর্থ যখন স্কুলছাত্রী
বৃহস্পতিবার স্কুল ছুটির পর তার ডাক্তারের কাছে যাওয়ার কথা। কিন্তু সে সহ ১৭ জন স্কুলছাত্রীর একটা দল পৌঁছে গেলো ওয়েলিংটনের বেসিন রিজার্ভের সবুজ চত্বরে। তাদের বিস্ময়ের ষোলোকলা পূর্ণ করতে সেখানে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড জাতীয় দলের চার ক্রিকেটারঃ টম ল্যাথাম, টিম সাউদি, রস টেলর ও মিচেল স্যান্টনার। সেখানে ব্ল্যাকক্যাপদের সাথে এক ‘সারপ্রাইজ’ ট্রেনিং সেশনে অংশ নেয় এরিন বাকল্যান্ড নামের ওই স্কুলছাত্রী ও তার সহপাঠীরা। কিছুক্ষণের জন্য প্রিয় তারকাদের সতীর্থ বনে যায় একদল কিশোরী।
লেভিন ওল্ড বয়েজ ক্রিকেট ক্লাবের ১০০ বছরের ইতিহাসে প্রথম মেয়ে ক্রিকেটার হিসেবে সম্প্রতি যোগ দেয় এরিন। দেশব্যাপি ক্রিকেটের প্রচারণায় কাজ করা এএনজেড ড্রিম ডেলিভারির একটি উদ্যোগে ক্রিকেটের প্রতি এরিনের অনুরাগটুকু উৎসাহিত করার অংশ হিসেবেই তার সাথে কিউই ক্রিকেটারদের এই ট্রেনিং সেশনের আয়োজন করা হয়।
ক্রিকেটটা আরও ছোটবেলা থেকেই টানতো তাকে। মায়ের অনাগ্রহে খেলার সুযোগ মিলতো না সেভাবে। কিন্তু ক্রিকেটই যে মেয়েটার ধ্যানজ্ঞান সেটা বুঝতে পেরে মা-ও আর বাধা দেন নি। ১৩ বছরের এরিনের অদম্য আগ্রহে লেভিনে চালু হয়েছে প্রমীলা ক্রিকেটারদের জন্য একটি কোচিং ক্লিনিক। ট্রেনিং সেশন শেষে সেই কোচিং ক্লিনিকের জন্য বেশ কিছু অনুশীলন সরঞ্জামও এরিনের হাতে তুলে দেন সাউদিরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান একদিনের আন্তর্জাতিক সিরিজের ৩য় ম্যাচটি খেলতে বর্তমানে ওয়েলিংটনে আছে নিউজিল্যান্ড দল।