• " />

     

    ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা মেহেদী-মুস্তাফিজ

    ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা মেহেদী-মুস্তাফিজ    

    পুরস্কারটা গত বছরই পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ধুমকেতুর মতো এসে ইএসপিএন ক্রিকইনফোর সেরা নবীনের পুরস্কার নিজের করে নিয়েছিলেন। এবার সেই পুরস্কার মুস্তাফিজ তুলে দিয়েছেন জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজকে। তবে মুস্তাফিজও বঞ্চিত হননি, বর্ষসেরা টি-টোয়েন্টি বোলিংয়ে কীর্তিটা নিজের করে নিয়েছেন এই পেসার।

    গত বছরের অনেকটা সময় কেটেছে মাঠের বাইরে। তবে নিজের সেরা কীর্তিটা এর আগেই দেখিয়েছিলেন মুস্তাফিজ। চোট থেকে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে আলো ছড়িয়েছিলেন। তবে নিজের সেরাটা রেখে দিয়েছিলেন নিউজিল্যান্ডের জন্য। ২২ রানে ৫ উইকেট নিয়ে একাই ভেঙে দিয়েছেন কিউই ব্যাটিংয়ের মেরুদন্ড। ম্যাচটা অবশ্য বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গিয়েছিল ৭৫ রানে, তবে মুস্তাফিজ সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলিংয়ের কীর্তিটা ঠিকই নিজের করে নিয়েছিলেন। 

    মিরাজের কীর্তিটা অবশ্য টেস্টে। অলরাউন্ডার হলেও ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন স্পিনার হিসেবেই। প্রথম টেস্টে ৭ উইকেট নিয়ে নিজের আগমন বার্তাটা জানান দিয়েছিলেন। ওই ম্যাচে দলকে জেতাতে পারেননি, তবে পরের ম্যাচে সেই আক্ষেপটাও দূর করেছিলেন। ১২ উইকেট নিয়ে ইংল্যান্ডকে হারানোর মূল কুশীলব ছিলেন, বাংলাদেশের হয়ে টেস্টে বোলিংয়ের সেরা কীর্তিও গড়েছেন। আইসিসির বর্ষসেরা তরুণ হয়েছেন তাই মিরাজই।