• " />

     

    ১৩ বছরের জন্য কারাগারে যাচ্ছেন পেলেপুত্র

    ১৩ বছরের জন্য কারাগারে যাচ্ছেন পেলেপুত্র    

    নিজের দীর্ঘ ক্যারিয়ারে বিতর্ক থেকে অনেকটাই দূরে ছিলেন। ব্রাজিলের তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি সেই পেলের ছেলের গায়েই পড়লো কলংকের দাগ। মাদকদ্রব্য চোরাচালান  ও অবৈধ অর্থপাচার মামলায় এডসন এডিনহোর বিরুদ্ধে ১৩ বছরের জেল খাটার সাজা দিয়েছে দেশটির আদালত। গতকাল পুলিশের কাছে আত্মসমর্পণও করেছেন তিনি।

     

    ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসে খেলতেন এডিনহো। তবে ৪৬ বছর বয়সী এই গোলকিপার বাবার ধারেকাছেও যেতে পারেননি। উল্টো বিভিন্ন সময়েই নানা কারণে বিতর্কে জড়িয়ে পড়েছেন। ২০০৫ সালে মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ছয় মাসের জন্য জেলে ছিলেন, পরে প্যারোলে মুক্তি পান। ২০১৪ সালে আবারো একই মামলায় ৩৩ বছরের সাজা শোনায় স্থানীয় আদালত। এর বিরুদ্ধে আপিল করলে গতকাল সাজা কমে দাঁড়ায় ১২ বছর ১০ মাস।

     


    একটি ফোন রেকর্ডিংয়ের ভিত্তিতে অভিযুক্ত হওয়া এডিনহো নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করেছেন, “ব্যাপারটা খুবই কষ্টের। আমার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। আমি এসব কখনোই করিনি! এসবের সবই মিথ্যা।” অন্যদিকে পেলে জানিয়েছেন, তাঁর ছেলে সুবিচার পাননি, "ঈশ্বরের ইচ্ছাতে একদিন সঠিক বিচারই হবে। আমার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ স্পষ্ট নয়।"