গোলরক্ষকের প্রাণ বাঁচালেন প্রতিপক্ষের ফরোয়ার্ড
হয়তো অনেক খারাপ কিছুই হতে পারতো। হয়তো ফুটবল মাঠে ঘটতে পারতো আরেকটি ট্র্যাজেডি। তবে প্রতিপক্ষের ফরোয়ার্ড ফ্রান্সিস কোনের উপস্থিত বুদ্ধির জন্য প্রাণে বেঁচে গিয়েছেন চেক প্রজাতন্ত্রের ক্লাব বোহেমিয়ান্সের গোলরক্ষক মার্টিন বেরকোভেচ। সতীর্থ ডিফেন্ডারের সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যাওয়ার আগ মুহূর্তে তাঁকে বাঁচিয়েছেন ফ্রান্সিস।
চেক প্রজাতন্ত্র লিগের বোহেমিয়ান্স-স্লোভাকো ম্যাচের ২৯ মিনিটে ডি-বক্সের ভেতর ডিফেন্ডার ড্যানিয়েল কর্চের সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন বেরকোভেচ। অজ্ঞান হয়ে যাওয়ার সময় নিজের জিভ গিলে ফেলার উপক্রম হয়েছিল! সাথে সাথেই তাঁর পাশে থাকা প্রতিপক্ষের ফ্রান্সিস তাঁর জিভ ধরে বের করে আনেন স্বাভাবিক অবস্থায়। ডাগআউট থেকে ছুটে আসেন চিকিৎসকরা। পরে বেরকোভেচকে হাসপাতালে নেওয়া হয়।
জীবন বাঁচানোর জন্য ফ্রান্সিসকে ধন্যবাদ জানিয়েছেন বেরকোভেচ, “ ফ্রান্সিস আজকের ম্যাচে যা করেছে সেটার জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। জানি না আজকে সে ওই কাজটা না করলে আমার কী পরিণতি হতো!” দলের ফুটবলারের এমন কাজে দারুণ খুশি স্লোভাকো কোচ মিশাল করদুলা, “আশা করি সে সুস্থ আছে। ফ্রান্সিস অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে মাঠে। খেলার মাঝে দুই দলের ফুটবলারদের একে অন্যের প্রতি এরকম আচরণই করা উচিত।”