• লা লিগা
  • " />

     

    'পিকের ধারণা পৃথিবীর সবাই তাঁর বিপক্ষে'

    'পিকের ধারণা পৃথিবীর সবাই তাঁর বিপক্ষে'    

    জাতীয় দলের সতীর্থ হলেও খেলেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে। দুজনের মাঝে কথার লড়াই তাই অনেক দিন থেকেই। বরাবরই বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনাম হন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে। গতকাল রিয়াল মাদ্রিদের ম্যাচে রেফারির সিদ্ধান্তে বেজায় চটে করেছেন এক টুইট। আর এর পাল্টা জবাব দিয়েছেন মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। রিয়াল ডিফেন্ডার বলছেন পিকের এরকম টুইটে তিনি ‘অভ্যস্ত’ হয়ে গেছেন!

     

    ভিলারিয়ালের ম্যাচের ৬৫ মিনিটে ক্রুসের শট ব্রুনোর হাতে লাগায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি গিল মানজানো। রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ভিলারিয়ালের কেউই। রেফারির সাথে তর্কে জড়িয়ে বহিষ্কার হন ভিলারিয়াল কোচ ফ্রান এস্ক্রিবাক। পেনাল্টি থেকে ম্যাচে সমতা আনেন রোনালদো। রেফারির এই বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদেই পিকে মনে করিয়ে দেন, ঠিক একইরকম ঘটনার ফলে মালাগার বিপক্ষে বার্সার গোল বাতিল করা হয়েছিল, “একই দলের বিপক্ষে আমাদের ও মাদ্রিদের সাথে দুইরকম সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। পুরো ৮ পয়েন্টের ব্যাপার। এইগুলো যদি মিথ্যা ভাবেন তাহলে আপনাদের বলছি, ছবিগুলো মাদ্রিদের পত্রিকা থেকেই নেওয়া!” পিকের মতে, মালাগার বিপক্ষে অফ সাইড অবস্থায় গোল করেছিলেন রামোস। রেফারি তবুও গোলের বাঁশি বাজান। অন্যদিকে বার্সার নিশ্চিত গোল বাতিল করা হয়।

     

     

    এদিকে যার গোল নিয়ে এত কথা, সেই রামোস এসবের জবাব পিকেকে খোঁচা মেরেই দিয়েছেন, “ওই টুইট যদি মেসি করতো তাহলে আমি কিছুটা অবাক হতাম। আমরা সবাই পিকেকে চিনি, তাঁর ধারণা পুরো পৃথিবীই তাঁর বিপক্ষে! রেফারিদের কাজটা কঠিন, আমাদের উচিত তাঁদের সাহায্য করা। তাঁরা মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত দিতে পারে, আমাদের সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে। আমরা এসব নিয়ে কথা বাড়াতে চাইনা। তিন পয়েন্ট পেয়ে আমরা শীর্ষে আছি, এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।”