• " />

     

    'ফ্রিতে পেলেও মেসিকে কিনব না'

    'ফ্রিতে পেলেও মেসিকে কিনব না'    

    তুরস্কের ঘরোয়া ফুটবলে দ্বিতীয় বিভাগের ক্লাব আল্টিনর্দু। ৯৪ বছর বয়সী ক্লাবটির সাফল্যের খাতায় এখনও তেমন উল্লেখযোগ্য অর্জন না থাকলেও একটা জায়গায় তাঁদের গর্বটা পুরোনোই, ক্লাবটিতে কোনো বিদেশি খেলোয়াড় নেই। ভবিষ্যতেও বিদেশি কোনো ফুটবলারকে দলে ভেড়ানোর পরিকল্পনা নেই তাঁদের। এমনকি সময়ের অন্যতম সেরা লিওনেল মেসিকে ফ্রিতে পেলেও খেলানো হবে না, এমনটাই জানাচ্ছেন ক্লাবটির প্রধান।

     

    আল্টিনর্দুর গর্বের জায়গাটা মূলত তাঁদের শক্তিশালী যুব একাডেমিটি। ক্লাবটি তাঁদের মূল দলের সব খেলোয়াড়ই নেয় এই একাডেমি থেকে। এবং এই মুহূর্তে তাঁদের স্কোয়াডে ২১ বছরের উর্দ্ধে কোনো খেলোয়াড় নেই। নেই কোনো বিদেশি খেলোয়াড়।

     

    ক্লাবের চেয়ারম্যান মেহমেত সেয়্যিত ওজকান বলছেন ক্লাবে তৈরি করা এই সংস্কৃতি তিনি ভাঙতে চান না। এমনকি বিশ্বসেরা মেসিকে দলে ভেড়ানোর সুযোগ পেলেও না, “এমনকি মেসিও যদি আল্টিনর্দুর জন্য ফ্রিতে খেলতে চায়, আমি অবশ্যই তাঁকে ‘না’ বলে দিবো।”

     

    মি. ওজকান আরও জানাচ্ছেন, আগামী ২০২৩ সালে ক্লাবের ১০০ বছর পূর্তি হওয়া নাগাদ সুপার লিগ ও ইউরোপিয়ান কাপগুলোয় অংশ নেয়াই তাঁদের এই মুহূর্তের লক্ষ্য।

     

    নতুন চুক্তির জটিলতায় বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। এমনকি তিনি আর্জেন্টিনায় ফিরে গিয়ে বাল্যকালের ক্লাব নিওয়েল’স ওল্ড বয়েজে যোগ দিতে পারেন- শোনা যাচ্ছে এমন গুঞ্জনও।