• " />

     

    যে কারণে দর্শক নেই চীনের স্টেডিয়ামে...

    যে কারণে দর্শক নেই চীনের স্টেডিয়ামে...    

    বিশাল স্টেডিয়ামের মাঝে দুই দলের ফুটবলাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরাও হাজির। খেলা শুরু হতে বেশিক্ষণ বাকি নেই। কিন্তু পুরো স্টেডিয়ামে কোনো দর্শকই নেই! এই অদ্ভুত ঘটনা ঘটেছে চাইনিজ সুপার লিগের এক ম্যাচে। এ নিয়ে সংবাদমাধ্যমে নানান খবরও ছাপা হয়েছিল। পরবর্তী অবশ্য আসল ব্যাপারটি জানা গিয়েছে, নিষেধাজ্ঞার কারণেই নাকি সেদিন মাঠে কোনো দর্শক ছিল না।

     

    চাইনিজ ক্লাব গুইজহু জিচেংসের মাঠে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে এসেছিল লিয়ানওনিং হউইন। আগের মৌসুমেই প্রথম বিভাগে ওঠা দলটির  খেলা দেখতে ভক্তদের উপচে পড়া ভিড় থাকবে, এমনটাই আশা করছিলেন সবাই। কিন্তু ৫২,৮৮৮ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে সেদিন ছিলেন না একজন দর্শকও!  এসব নিয়ে ফেসবুক-টুইটারে তোলপাড়। যেখানে চাইনিজ লিগে ফুটবলার কেনাতে ব্যয় হয়েছে ৩২০ মিলিয়ন পাউন্ড, সেখানে একজন দর্শকও আসেনি খেলা দেখতে, এমন গুঞ্জনও উঠেছে।  

     

    কিন্তু কী এমন ঘটেছে যে একজন দর্শকও খেলা দেখতে আসেননি? তারা কি ম্যাচটি বর্জন করেছিলেন? আসলে নিষেধাজ্ঞার জন্যই সেদিন কাউকে প্রবেশ করতে দেয়নি মাঠের কর্মকর্তারা। আগের মৌসুমে প্রথম বিভাগে ওঠার পর আনন্দ উল্লাসের সময় খানিকটা বাড়াবাড়ি করে ফেলেছিলেন ভক্তরা। সব নিয়ম ভেঙে হুড়মুড় করে মাঠে ঢুকে পড়েন বহু মানুষ। অপ্রত্যাশিতভাবে দর্শকের এই ঢুকে পড়াটা নিয়মভঙ্গ হিসেবে দেখেছে সে দেশের ফুটবল অ্যাসোসিয়েশন। এই কারণেই সেদিন স্টেডিয়ামে দর্শক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।