• লা লিগা
  • " />

     

    রোনালদোদের অভাব বুঝতে দিলেন না বেনজেমারা

    রোনালদোদের অভাব বুঝতে দিলেন না বেনজেমারা    

    শেষ ৩ ম্যাচে জয় মাত্র ১টি। বার্সার জয়রথে ৫ বছর পর লিগ জয়ের স্বপ্নটা ভাঙ্গতে বসেছিল রিয়ালের। এইবারের মাঠে আজ জয়টা তাই অপরিহার্যই ছিল জিদানের শিষ্যদের জন্য। ইঞ্জুরির কারণে রোনালদো আর বহিষ্কারাদেশের জন্য ছিলেন না বেল, মোরাতা। কিন্তু ইপুরুয়া থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরতে কোনো সমস্যাই হয়নি 'লস ব্লাঙ্কোস'দের। বেনজেমার জোড়া গোল, হামেস এবং অ্যাসেন্সিওর লক্ষ্যভেদে এইবারকে ৪-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরলো রিয়াল মাদ্রিদ।

    লিগে ২৫ রাউন্ডের খেলা শেষেও গোল মাত্র ৫টি। ওদিকে একের পর এক গোল করে মোরাতা জানান দিচ্ছিলেন সামর্থ্যের। আজ বেল, রোনালদো, মোরাতা না থাকায় রিয়াল তাকিয়ে ছিল বেনজেমার দিকে। নিজ সমর্থকদের একেবারেই হতাশ করেননি এই ফরাসী সুপারস্টার। জোড়া গোল দিয়ে উদযাপন করলেন রিয়ালে নিজের ৩৫০তম ম্যাচ। ১৪ মিনিটে রোনালদোর বদলে নামা অ্যাসেন্সিওর ক্রস থেকে লিগে ৭ ম্যাচের গোলখরা ঘোচান বেনজেমা। ব্যবধান দ্বিগুণ করতে রিয়ালের লাগলো কেবল মিনিট দশেক। ২৫ মিনিটে হামেসের চমৎকার ফ্রিকিকে পা ছুঁয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা। ২৯ মিনিটে এই বেনজেমার ক্রস থেকেই ম্যাচ এইবারের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান হামেস। ১৪-১৫ মৌসুম থেকে লা লিগার সবচেয়ে কার্যকরী মিডফিল্ডার এখন হামেসই (৩৪ গোল, ৩৩ অ্যাসিস্ট)। আক্রমণভাগে বেল, রোনালদোদের অভাব বুঝতেই দেননি হামেস, বেনজেমারা।

    দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে রক্ষণাত্মক খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে এইবার। এর সুবাদে একাধিক প্রতি আক্রমণের সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। ৬০ মিনিটে এমনই এক প্রতি আক্রমণ থেকে রিয়ালের চতুর্থ গোল করেন মার্কো অ্যাসেন্সিও। হামেসের শট বারে লেগে ফিরে আসলেও ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি রিয়ালের এই তরুণ তুর্কি। ৬৯ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় এইবারের এস্কালান্তের গোল। কিন্তু ৭২ মিনিটে ঠিকই রিয়ালের জালে বল পাঠাতে সক্ষম হন পেনিয়া। রিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে খেলা ২২ ম্যাচে এবারই প্রথম জাল খুঁজে পেল এইবার। 

    আজকের জয়ে শীর্ষস্থানে ফিরলো রিয়াল মাদ্রিদ। ২৫ ম্যাচ শেষে জিদানের শিষ্যদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে বার্সেলোনার ঝুলিতে আছে ৫৭ পয়েন্ট। আজ সেল্টা ভিগোকে হারাতে পারলে রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশী খেলে শীর্ষে ফিরবে লুইস এনরিকের দল।