• " />

     

    ক্রিকেটারদের বহিষ্কার করতে পারবেন আম্পায়ার?

    ক্রিকেটারদের বহিষ্কার করতে পারবেন আম্পায়ার?    

    আম্পায়ার এবং প্রতিপক্ষের সাথে ক্রিকেটারদের মনোমালিন্যের ঘটনা ঘটছে প্রায়শই। অনেক সময় সেটা নিয়ন্ত্রণের বাইরেও চলে যায়। এসব পরিস্থিতি সামলে নেওয়ার জন্য বিশেষ পদ্ধতির প্রস্তাব দিয়েছে মেরিলবোন ক্রিকেট ক্লাব(এমসিসি)। এই নিয়ম অনুযায়ী আম্পায়ার চাইলে যেকোনো ক্রিকেটারকে সাময়িক অথবা পুরো ম্যাচের জন্য মাঠ থেকে বহিষ্কার করতে পারবেন। একই সাথে ক্রিকেট ব্যাটের নতুন মাপেরও নির্দেশনা দিয়েছে তারা।

     

    এমসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ টি ধাপে ক্রিকেটারদের অসদাচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন আম্পায়াররা। প্রথম ধাপে তাঁদের সতর্ক করা হবে, পরে আবারো একই আচরণ করলে দলকে ৫ রানের পেনাল্টি দেওয়া হবে। দ্বিতীয় ধাপে সাথে সাথে ৫ রানের জরিমানা আসবে দলের ওপরে। পরের দুই ধাপে সাময়িক অথবা পুরো ম্যাচের জন্য বহিষ্কার হতে পারেন অভিযুক্ত ক্রিকেটার, “আমাদের মনে হয়েছে এরকম ‘অ-ক্রিকেটিয়’ আচরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার সময় এসেছে। আশা করি এই নিয়মগুলো মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে আম্পায়ারদের সাহায্য করবে।”

     

     

    এদিকে ক্রিকেটারদের ব্যাটে আকার নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এমসিসি। এখন থেকে ব্যাটের মাপ হতে হবে ১০৮ মিলিমিটার চওড়া, ৬৭ মিলিমিটার পুরু এবং কোনার দিকে ৪০ মিলিমিটার। ব্যাটের আকৃতি পরিমাপ করার জন্য আম্পায়ারদের কাছে ‘ব্যাট গজ’ নামের যন্ত্র থাকবে। তবে ব্যাটের আকৃতি খেলার ওপরে কোনো প্রভাব ফেলবে না বলেই জানানো হয়েছে এমসিসির পক্ষ থেকে, “কয়েক বছর ধরেই ক্রিকেট ব্যাটের আকার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। ব্যাট-বলের লড়াইয়ে সমন্বয় রাখার জন্যই নতুন নিয়ম প্রস্তাব করা হয়েছে। তবে আশা করি এতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে কোনো সমস্যা হবে না।”

    আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়ম চালু করার প্রস্তাব করা হয়েছে। যদিও এই ব্যাপারে আইসিসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।