দ্রুত বল ফেরত পাঠানোয় 'বহিষ্কার'!
খেলা শেষ হওয়ার তখনও মিনিট দশেক বাকি। যাদের মাঠে খেলা সেই প্লাইমাউথ আরগাইলের কোচ ডেরেক এডামসের আপত্তির মুখে টাচলাইন থেকে সরিয়ে নেয়া হয় বল বয় ও বল গার্লদের। তাদের ‘অপরাধ’, তারা মাঠের বাইরে যাওয়া বল ‘খুব দ্রুত’ মাঠে ফিরিয়ে দিচ্ছিল। ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের টুর্নামেন্ট ‘লিগ টু’-এর এক ম্যাচে এমন ঘটনা ঘটে। কার্লিসলের বিপক্ষে ম্যাচটা শেষ পর্যন্ত ২-০ গোলে জেতে প্লাইমাউথ। তবে এমন আচরণের জন্য সমালোচনার মুখে দলটির কোচ আত্মপক্ষ সমর্থন করে বলছেন, ঘরের মাঠে এটুকু সুবিধা ফুটবলে নেয়াই যায়।
লিগ টেবিলে এই মুহুর্তে দুই নম্বরে আছে প্লাইমাউথ। কার্লিসলের অবস্থান তিনে। লিগ ওয়ানে প্রমোশনের লড়াইয়ে দুই দলের মধ্যকার ম্যাচটা তাই গুরুত্বপূর্ণ ছিল। ২-০ গোলে তাতে এগিয়ে যাওয়ার পর অনেকটা রক্ষণাত্মক হয়ে যায় প্লাইমাউথ। ফলে খেলার শেষদিকে এসে মাঠের বাইরে বল পাঠিয়ে কালক্ষেপণ করাটাও তাঁদের কৌশলের অংশ হয়ে ওঠে। কিন্তু বাইরে যাওয়া বল খুব দ্রুত মাঠে ফিরিয়ে দিয়ে তাতে ‘বিঘ্ন’ সৃষ্টি করছিল বল বয় ও গার্লরা। এতে ক্ষেপে গিয়ে তাদের টাচলাইন থেকে সরিয়ে দেয়ার ব্যবস্থা করেন প্লাইমাউথের কোচ ডেরেক এডামস। শেষ দশ মিনিট তাই বল বয়দের ছাড়াই চলে ম্যাচ।
খেলার পর এমন আচরণের পক্ষে সাফাইও গান এডামস, “এতো দ্রুত বল মাঠে ফেরত পাঠালে তো তাদেরকে সরিয়ে দেয়াই উচিত। ফুটবল মাঠে এটুকু হোম এডভান্টেজ নেয়া দোষের কিছু না।”