ব্যাট ছাড়াই ব্যাটিংয়ে!
গ্লাভস পরতে পরতে নামছেন ব্যাটসম্যান। হেলমেটটা হয়তো আগেই ঠিক করা ছিল। তারও আগেই প্যাড পরে ছিলেন প্রস্তুত। খুবই সাধারণ একটা দৃশ্য। সেই সাধারণ দৃশ্যটাকেই অসাধারণ বানিয়ে ফেললেন ফাওয়াদ আহমেদ। ভিক্টোরিয়ার এগারো নম্বর ব্যাটসম্যান যে ব্যাট করতে নামছিলেন ব্যাট ছাড়াই! এ যেন শুধু ঢাল নিয়ে তলোয়ার ছাড়াই যুদ্ধে নামার মতো!
শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যালিস স্প্রিঞ্জসে ম্যাচ ছিল ভিক্টোরিয়ার। ক্রিস ট্রেমাইনকে ৯১ রানে রেখে আউট হয়ে গেলেন জন হল্যান্ড। বাকি শুধু আহমেদই। সতীর্থের মাইলফলকের কথা ভেবেই মনে হয় একটু বেশিই স্নায়ুচাপে ভুগছিলেন এ লেগস্পিনার। মাঠে ঢুকে বেশ খানিকটা যাওয়ার পর খেয়াল করলেন। অথবা পেছন থেকে কেউ ডেকে বললেন! ফাওয়াদের হাতে যে ছিল না ব্যাটিংয়ের আসল অস্ত্রটাই! এরপর গিয়ে আনলেন ব্যাটটা!
উইকেটে এসে ট্রেমাইন ও বাকী সবার হাস্যরসের মুখোমুখি হলেন আহমেদ। হাসছিলেন তিনি নিজেও।
ট্রেমাইন শেষ পর্যন্ত সেঞ্চুরি করেছেন। ১১১ রান করে হয়েছেন আউট। যোগ্য সঙ্গই দিয়েছেন আহমেদ। ৭ বল খেলে থেকেছেন অপরাজিত।
কতো রান করেছেন? শূন্য।
ব্যাট ছাড়া নয় অবশ্যই, ব্যাট দিয়েই!
This is absolute GOLD from Fawad Ahmed! And his reaction is priceless #SheffieldShield #VICvWA @bushrangers @bachaji23 pic.twitter.com/gVy98zxdcz
— cricket.com.au (@CricketAus) March 9, 2017