৪৩৮ রানের ম্যাচে জিতলো আফগানিস্তান
সংক্ষিপ্ত স্কোরঃ আফগানিস্তান ২৩৩/৮, ২০ ওভার (শাহজাদ ৭২, নবী ৮৯; ও’ব্রায়েন ৪/৪৫); আয়ারল্যান্ড ২০৫, ১৯.২ ওভার (উইলসন ৫৯ স্টার্লং ৪৯; রশিদ ৩/২৮)
ফলঃ আফগানিস্তান ২৮ রান জয়ী।
ম্যাচসেরাঃ মোহাম্মদ নবী (আফগানিস্তান)
আইসিসির সহযোগী সদস্যদের মধ্যে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা এতোদিন আয়ারল্যান্ডের ছিল। তাঁদের বিপক্ষেই সেটা নতুন করে লিখলো আফগানিস্তান। অবশ্য শাহজাদ-নবীদের ব্যাটে চড়ে তোলা ২৩৩ রানও একটা সময় পর্যন্ত যথেষ্ট মনে হচ্ছিল না আইরিশদের ঝড়ো ব্যাটিংয়ের সামনে। তবে ৪৩৮ রানের ম্যাচটা শেষ পর্যন্ত ২৮ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে আফগানিস্তান।
টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার মোহাম্মদ শাহজাদের ব্যাটে ঝড়ো সূচনা করে আফগানিস্তান। ৪৩ বলে ৬ চার আর ৫ ছয়ে ৭২ করে শাহজাদ যখন ফেরেন, স্কোরবোর্ডে রান ১২.৩ ওভারে ১২১। সেখান থেকে শুরু করেন মোহাম্মদ নবী। ২১ বলে অর্ধশতক তুলে নিয়ে আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির পুরনো রেকর্ডটা ভেঙে দেন।
ইনিংসের শেষ বলে রান আউট হয়ে ফেরার আগে ৮৯ রানের ইনিংসটা খেলেন মাত্র ৩০ বলে, ৬ চার আর ৯ ছয়ে। টি-টোয়েন্টিতে ছয় নম্বর বা তার নীচে ব্যাট করতে নেমে এটাই এখন সবচেয়ে বড় ইনিংসের রেকর্ড। আফগান অলরাউন্ডার রান তুলেছেন ২৯৬.৬৬ স্ট্রাইক রেটে, টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ইতিহাসে যেটা ৩য় সর্বোচ্চ। শেষ ৬ ওভারে ১০৬ রান তুলে আফগানরা ভেঙে দিয়েছে গত বছর এই ক’ ওভারে অস্ট্রেলিয়ার তোলা সবচেয়ে বেশি ৯৭ রানের রেকর্ড।
জবাবটা সমান তালেই দেয়া শুরু করেছিলেন আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্টার্লিং (৪৯) ও স্টুয়ার্ট থম্পসন (৪৩)। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৯১ রান তুলে আইরিশরা ছুঁয়ে ফেলে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সিলেটে তাঁদের বিপক্ষেই নেদারল্যান্ডের গড়া পাওয়ার প্লে’তে সর্বোচ্চ রানের রেকর্ড। দুই ওপেনারের পর উইকেটকিপার ব্যাটসম্যান গ্যারি উইলসন ৩৪ বলে ৫৯ রান তুলে আশা বাঁচিয়ে রেখেছিলেন। তবে শেষ ৫ উইকেট ৫ রানের মধ্যে হারিয়ে আইরিশরা ২৮ রানে ম্যাচটা হেরে যায় ৪ বল বাকি থাকতেই।