রিয়ালের ক্যাসিয়াসকে ছাড়িয়ে গেলেন পোর্তোর ক্যাসিয়াস
পেশাদার ফুটবল ক্যারিয়ারের সিংহভাগ কাটিয়েছেন বার্নাব্যুতে। প্রায় কুড়ি বছরের ঠিকানা ছেড়ে ২০১৫ সালে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোতে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। আর সেখানে গিয়েই অর্জনের খাতায় তুলে ফেলেছেন আরেকটা কৃতিত্ব। দুই দশকে লস ব্ল্যাংকোদের হয়ে গড়া নিজের রেকর্ডটা পোর্তোর হয়ে ছাড়িয়ে গেছেন দুই মৌসুম না যেতেই। এক মৌসুমে এখন ১৬ ম্যাচে কোনো গোল হজম না করার রেকর্ডের মালিক এই স্প্যানিশ গোলরক্ষক।
রিয়াল মাদ্রিদের হয়ে ১৮টি বড় শিরোপা জিতেছেন, স্প্যানিশ ক্লাবটির হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকও তিনিই। তবে দলটির হয়ে এক মৌসুমে ১৫টির বেশি ম্যাচে গোল না খেয়ে থাকতে পারেন নি। সবচেয়ে বেশি ১৫টি করে ম্যাচে রিয়ালের জালে বল ঢুকতে দেন নি ৩টি মৌসুমে, ২০০৪-০৫, ০৫-০৬ ও ০৯-১০ এ।
পোর্তোর হয়ে অবশ্য দ্বিতীয় মৌসুমেই ছাড়িয়ে গেছেন নিজের পুরনো রেকর্ডটা। পর্তুগিজ প্রিমিয়ার লিগে আরোউকার বিপক্ষে ম্যাচটি দিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত ১৬ ম্যাচে কোনো গোল হজম করেন নি ক্যাসিয়াস। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলের গোলরক্ষকের এই কৃতিত্ব নজর এড়ায় নি স্পেনের বর্তমান কোচেরও। জাতীয় দলে ফের ডাক পেতে পারেন- এমন গুঞ্জনও তাই শোনা যাচ্ছে।