৫০ বছর বয়সে গোল!
সমবয়সীরা খেলা ছেড়েছেন বহু আগেই। খেলার প্রতি তীব্র ভালোবাসা তাঁকে বুটজোড়া তুলে রাখতে দেয়নি। ‘বুড়ো’ হাড়ের ভেলকি দেখিয়ে ৫০ বছর বয়সেও খেলে যাচ্ছেন জাপানের কাজুয়োসি মিউরা। গতকাল জাপানের দ্বিতীয় বিভাগের দল ইয়োকাহামা ফুটবল ক্লাবের হয়ে গোল করে ভেঙেছেন ৫২ বছরের রেকর্ড, হয়েছেন সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার।
১৯৮৬ সালে ব্রাজিলের ক্লাব সান্তোসে অভিষেক হয়েছিল। এরপর আরও ১২ টি ক্লাবের জার্সি গায়ে খেলতে দেখা গিয়েছে মিউরাকে। গত এক যুগ ধরে অবশ্য দেশীয় ক্লাব ইয়োকাহামাতেই থিতু হয়েছেন। গতকাল থেসপা কুসাৎসুর বিপক্ষে ম্যাচের ৪০ মিনিটে মৌসুমে নিজের প্রথম গোল করেই জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়। ৫০ বছর ১৪ দিন বয়সে গোল করে ভেঙেছেন স্যার স্ট্যানলি ম্যাথুসের রেকর্ড। ১৯৬৫ সালে ৫০ বছর পাঁচ দিন বয়সে ম্যাথুস স্টোক সিটির হয়ে ফুলহামের বিপক্ষে গোল করেছিলেন।
রেকর্ড নয়, দলকে জেতাতেই পেরেই খুশি মিউরা, “দলের জয়ে ভূমিকা রাখতে পেরে দারুণ খুশি আমি। সবসময়ই গোল করতে চাই। ম্যাচের আগে মনে হয়েছিল আজ কিছু একটা করবই!” মাঠে উপস্থিত দর্শকরাও তাঁকে পূর্ণ সমর্থন জানিয়ে গেছে পুরো সময় জুড়েই।
বয়স তো কম হলো না। তবে এখনো অবসরের ব্যাপারে কিছু ভাবেননি। উল্টো ক্লাবের সাথে চুক্তিটা আরও এক বছর বাড়িয়েছেন মিউরা, “আমি সবাইকে নিয়ে লড়াইটা চালিয়ে যেতে চাই। দলের কোচ, সতীর্থরা সবসময় আমার পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে বলেই আশা করছি।”