এক ফাউলে পুরো বছর জরিমানা
ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করার দায়ে চায়নিজ লিগের এক ফুটবলারকে পুরো মৌসুমের বেতন জরিমানা করেছে তাঁর দল। কুইন শেং নামের ওই চীনা মিডফিল্ডার সাংহাই শেনহুয়ার হয়ে খেলছেন। শাস্তির অংশ হিসেবে তাঁর দলবদলেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্লাবটি।
জানা গেছে চায়নিজ সুপার লিগের একটি ম্যাচে প্রতিপক্ষ তিয়ানজিন কুয়ানজিয়ান দলের বেলজিয়ান ফুটবলার এক্সেল উইটসেলকে নিজেদের পেনাল্টি বক্সে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ফেলে দেন শেং। এ ঘটনায় তাঁকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।
ম্যাচের পর তাঁর দলের তরফে জানানো হয় যে, বারবার সতর্ক করা সত্ত্বেও আচরণ না বদলানোয় কুইন শেংকে ৩ লাখ চায়নিজ রেনমিনবি (৩৫ হাজার পাউন্ড) ও মৌসুমের বাকি সময়ের বেতন জরিমানা করা হয়েছে। এছাড়াও শাস্তির অংশ হিসেবে এখন থেকে ওই খেলোয়াড়কে দলের রিজার্ভ বেঞ্চের সাথে অনুশীলন করতে হবে এবং চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাঁকে দলবদলের কোনো সুযোগও দেয়া হবে না।
সাংহাই শেনহুয়ার প্রেসিডেন্ট পরে সাংবাদিককের বলেন, মাঠে বেপরোয়া আচরণের জন্য এর আগে শেংকে একাধিকবার ক্লাবের তরফে সতর্ক করা হয়েছে। তাতে কোনো কাজ না হওয়ায় এহেন শাস্তিমূলক ব্যবস্থা বলে জানান তিনি।