বিসিসিআইয়ের 'আর্থিক জটিলতায়' আইপিএল আয়োজনে শঙ্কা
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড তারা। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএলের মাধ্যমে ফুলে ফেঁপে উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যাংক একাউন্ট। এবার কিনা 'আর্থিক জটিলতায়' সেই আইপিএল আয়োজনই হুমকির মুখে পড়েছে!
নিয়ম অনুযায়ী আইপিএলের ম্যাচ আয়োজনের জন্য বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজিগুলো স্থানীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একটা নির্দিষ্ট অর্থ দেয়। সাম্প্রতিক সময়ে লোধা কমিটির কেলেঙ্কারির কারণে সবকিছুই ওলটপালট হয়ে গেছে। এরকম অবস্থায় বিসিসিআই থেকে বলা হচ্ছে, খেলার সব খরচ অ্যাসোসিয়েশনকেই বহন করতে হবে প্রথমে। পরে গিয়ে তাঁরা বরাদ্দকৃত টাকা পেয়ে যাবেন। তবে এটা কতটুক যৌক্তিক সেই বিষয়ে সন্দেহ পোষণ করেছেন স্থানীয় অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা, “ বিসিসিআই আমাদের যে অর্থ দেয় সেটা দিয়ে ঘরোয়া ক্রিকেটের খরচ চালাতে হয়। যদি আইপিএলের দুই একটা ম্যাচে খরচটা নিজেদের বহন করতে হয় সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু প্রতিবারই যদি এরকম হয় তাহলে কিছুই সম্ভব নয়। এখনো আমরা নিউজিল্যান্ড সিরিজের টাকা পাইনি। এভাবে বেশিদিন চলা কষ্টকর।”
অর্থসংকটের ব্যাপারে এক বিসিসিআই কর্মকর্তা বলেছেন, স্থানীয় অ্যাসোসিয়েশনকে টাকা দেওয়ার জন্য এবার বোর্ড পরিচালনা কমিটির সম্মতি নিতে হবে, “গত বছর থেকে ফ্রাঞ্চাইজি ও বিসিসিআই আইপিএলের ম্যাচ আয়োজন করা অ্যাসোসিয়েশনদের ৩০ লাখ রুপি দিতো। তবে এবার অর্থনৈতিক ব্যাপারগুলো পরিচালক কমিটির অনুমোদনের পরেই চূড়ান্তভাবে বন্টন করা হবে। এজন্যই টাকা হাতে পেতে সময় লাগবে সবার।”
তবে এতকিছুর পরেও আইপিএল আয়োজনে কোনো বাধা আসবে না বলেই মনে করছেন ওই বিসিসিআই কর্মকর্তা, “আইপিএলের দশম আসর নিয়ে কোনো শঙ্কা নেই। নিউজিল্যান্ড সিরিজের কিছু টাকা দেওয়া বাকি আছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের টাকা দিতেও কিছুটা সময় লাগবে। অ্যাসোসিয়েশনগুলো নিজেদের সমস্যার ব্যাপারে আমাদের জানিয়েছে। পরিস্থিতি একটু জটিল হলেও আশা করি সবকিছু ভালোমতোই হয়ে যাবে।”
আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর।