• " />

     

    শ্রীলংকা সফরের মধ্যেই এমার্জিং কাপ

    শ্রীলংকা সফরের মধ্যেই এমার্জিং কাপ    

    ৮ জাতির অংশগ্রহণে বাংলাদেশে এমার্জিং টিমস এশিয়া কাপ অনুষ্ঠানের ঘোষণা এসেছিল আগেই। এবার সেটির চূড়ান্ত সূচিও ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এশিয়ার চার টেস্টখেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার একটি করে দলের সাথে এতে অংশ নেবে আইসিসির চার সহযোগী সদস্য দেশ আফগানিস্তান, মালয়েশিয়া, হংকং ও নেপাল। আগামী ২৭ মার্চ থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৩ এপ্রিল পর্যন্ত।

     

    সহযোগী সদস্য দেশগুলোর জাতীয় দল অংশ নিলেও টেস্টখেলুড়ে চার দেশের হয়ে অংশ নেবে মূলত তাঁদের অনূর্ধ্ব-২৩ দল। তবে এসব দলে চারজন করে মূল দলের খেলোয়াড় থাকবে। অবশ্য টুর্নামেন্ট চলাকালীন বাংলাদেশ দল শ্রীলংকা সফরে থাকায় জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাই মূলত বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাবেন। এই সময়ে আন্তর্জাতিক সূচি আছে ভারত আর পাকিস্তানেরও।

     

    সপ্তাহকালের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এম এ আজিজ স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুটি গ্রুপে চারটি করে দল পরস্পরের বিরুদ্ধে খেলবে। দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল খেলবে সেমিফাইনালে। ‘এ’ গ্রুপে ভারত ও শ্রীলংকার সাথে থাকবে আফগানিস্তান ও মালয়েশিয়া। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গী হংকং ও নেপাল।

     

    ৩ দিনের গ্রুপ পর্বে প্রতিদিন ৪টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিন ২৭ তারিখ বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ২৮ তারিখ স্বাগতিকরা খেলবে নেপালের বিপক্ষে ও ৩০ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁদের প্রতিপক্ষ পাকিস্তান। 'এ' গ্রুপের ম্যাচগুলো চট্টগ্রামে ও 'বি' গ্রুপের সব ম্যাচ কক্সবাজারে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের সব ম্যাচ ও সেমিফাইনাল দুটো শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টায়। ৩ তারিখ ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। দিবারাত্রির এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।