সিরিয়ার জন্য এক মেসি-রোনালদো
ফুটবলের দুনিয়ায় তাঁরা ‘রাইভাল’ হতে পারেন। পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার অঘোষিত লড়াইটা তাঁদের করে যেতে হয় প্রতিনিয়ত। তবে প্রশ্নটা যখন মানবতার, লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো পেশাদার বৈরিতা ভুলে এক কাতারে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবছেন না। সময়ের এই দুই বিশ্বসেরা ফুটবলার এবার এক হয়েছেন চলমান সিরিয়া যুদ্ধ অবসানের আহ্বানে।
সোশ্যাল মিডিয়ায় যার যার ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে এই দুই তারকা ফুটবলার সিরিয়া যুদ্ধ নিয়ে দিয়েছেন আবেগঘন বার্তা। দু’জনেই বাবা হিসেবে সিরিয়ার শিশুদের যুদ্ধের নামে সংঘাত, নিগ্রহ ও ক্ষুধার নিপীড়ন থেকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন।
ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করা বার্সেলোনা ফরোয়ার্ড মেসি তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে এক মর্মস্পর্শী বিবৃতিতে ছয় বছর ধরে চলা সিরিয়া যুদ্ধের অবসান কামনা করেছেন, “যুদ্ধবিধ্বস্ত প্রতিটা দিনই ভয়াবহ। সিরিয়ার শিশুরা ছয় বছর ধরে যুদ্ধের নামে চলা সহিংসতা আর নির্মমতার শিকার হয়ে আসছে। একজন বাবা ও ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে আমি মর্মাহত। এই যুদ্ধের অবসানে ইউনিসেফের সাথে আপনিও আওয়াজ তুলুন।”
রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইন্সটাগ্রামে পুত্রের সাথে একটি ছবি দিয়েছেন যেখানে তাঁদের হাতে ওমর নামের এক সিরিয়ান বালকের আঁকা একটা ছবি দেখা যাচ্ছে। ক্যাপশনে রোনালদো লিখেছেন, “ওমরের মতো সিরিয়ান বাচ্চাদের কথা আজ আমার মনে পড়ছে যে কিনা ছবিতে তাঁর স্বপ্ন এঁকেছিল।” পোস্টটিতে হ্যাশট্যাগ ব্যবহারে তিনি সিরিয়ান শিশুদের রক্ষা করার আহ্বান জানান।