• " />

     

    নাসিরের ব্যাটে জয় লাল দলের

    নাসিরের ব্যাটে জয় লাল দলের    

    সংক্ষিপ্ত স্কোরঃ বিসিবি সবুজ দল ২১১, ৪৭.১ ওভার (জাকির ৫৭, নাঈম জুনিয়র ৩৩, আজমির ২৯; মেহেদী ২/১৫, রনি ২/৪০); বিসিবি লাল দল ২১৪/৬, ৩৭.৩ ওভার (সাইফ ৬২, নাসির ৫২*, আফিফ ২৭, সানজামুল ২৪*; খালেদ ২/২৬, এবাদত ২/৪৬)

     

    ফলঃ বিসিবি লাল দল ৪ উইকেটে জয়ী।

     

    এমার্জিং কাপকে সামনে রেখে জাতীয় দলের ও দলের বাইরে থাকা ক্রিকেটারদের ‘লাল’ ও ‘সবুজ’ দলে ভাগ করে শুরু হয়েছে ৪টি একদিনের প্রস্তুতি ম্যাচের সিরিজ। আজ ফতুল্লায় অনুষ্ঠিত প্রথম ম্যাচটিতে মাশরাফি বিন মর্তুজার সবুজ দলকে ৪ উইকেটে হারিয়েছে নাসির হোসেনের লাল দল। ৪৭.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে সবুজ দলের করা ২১১ রান লাল দল টপকে যায় ৬ উইকেটে, ৩৭.৩ ওভারে।

     

    টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি সবুজ দলের। রনি-শফিউলদের পেস আক্রমণে ১১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর আজমির-সালমানের ৪৫ রানের জুটিতে বিপর্যয় কাটে। আজমির ২৯ ও সালমান ২৫ রানে ফেরার পর সবুজ দলের সংগ্রহ বড় হয় উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসানের ৫৭ রানের ইনিংসে, ৮০ বল থেকে ৪ চার আর ১ ছয়ে। নাসিরের বলে এলবিডব্লু হয়ে ফেরার আগে অধিনায়ক মাশরাফি ৩১ বলে করেন ১৯ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে ১৫৫ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে সবুজ দল। শেষ পর্যন্ত ১১ নম্বরে নামা নাঈম ইসলাম জুনিয়রের ৩৩ রানের ইনিংসে দু’শ ছাড়ায় সবুজ দলের সংগ্রহ। লাল দলের পক্ষে মেহেদী হাসান, আবু হায়দার রনি ও আবুল হাসান ২টি করে উইকেট নেন।

     

    জবাবে দুই ওপেনার সাইফ হাসান ও আফিফ হাসানের ব্যাটে দুরন্ত সূচনা পায় লাল দল। ৭০ রানের উদ্বোধনী জুটি গড়ে আফিফ ২৭ রানে ফিরে গেলেও সাইফ খেলেন ৭ চার আর ২ ছয়ে ৬২ রানের ইনিংস। এরপর অধিনায়ক নাসির হোসেনের অপরাজিত ৫২ আর সানজামুলের অপরাজিত ২৪ রানে ৪ উইকেট আর ১২.৩ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় লাল দল।