• আইপিএল
  • " />

     

    আইপিএল ম্যাচ আয়োজনে ঝামেলা হলে শাস্তি পাবে স্থানীয় অ্যাসোসিয়েশন!

    আইপিএল ম্যাচ আয়োজনে ঝামেলা হলে শাস্তি পাবে স্থানীয় অ্যাসোসিয়েশন!    

    আইপিএলের দশম আসরের খুব বেশিদিন বাকি নেই। জমকালো এই ফ্র্যাঞ্চাইজি লিগের শুরুর আগে অবশ্য কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে গেছে আয়োজকরা। অর্থনৈতিক জটিলতার জন্য কিছুদিন আগে এই টুর্নামেন্টের মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে সংশয়। এবার বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলের ম্যাচ আয়োজনে কোনো সমস্যা করলে স্থানীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে।

     

    লোধা কমিটির বিতর্কের কারণে বছরের শুরু থেকেই টালমাটাল ছিল ভারতের ক্রিকেট বোর্ড। এবারের আইপিএল শুরুর আগে তাই বেশ কিছু সতর্কতা অবলম্বন করেছে বিসিসিআই। আইপিলের বিভিন্ন দিক পর্যবেক্ষণের জন্য বিশেষ পরিচালনা কমিটি গঠন করা হয়। আগের মতো ম্যাচ আয়োজনের আগেই স্থানীয় অ্যাসোসিয়েশনগুলোর জন্য অর্থ বরা্দ্দ ব্যবস্থা থাকছে না এবার। আর এখানেই বেঁধেছে বিপত্তি। অ্যাসোসিয়েশনগুলোকে বলা হয়েছে নিজেদের টাকায় ম্যাচ আয়োজন করতে। পরবর্তীতে কমিটির সুপারিশে অর্থ বরাদ্দ হলে তাঁদের পাওনা টাকা দেওয়া হবে। অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলেছেন, আগের সিরিজগুলোর টাকাই যেখানে আসেনি, সেখানে এরকমভাবে নিজের টাকায় আইপিএল আয়োজন করাটা কঠিন হবে।

     

     

    স্থানীয় অ্যাসোসিয়েশনের এরকম অবস্থান ভালো চোখে দেখছে না বিসিসিআইয়ের বিশেষ পরিচালনা কমিটি, “সব আসরেই স্থানীয় অ্যাসোসিয়েশনগুলোকে ৬০ লাখ রুপি দেয়া হয়েছে। আমরা ৩০ লাখ দেই, ফ্র্যাঞ্চাইজি দেয় ৩০ লাখ।  এবারো সেরকমই দেওয়া হবে। ম্যাচ আয়োজনে কোনো সমস্যা তো দেখছি না! যে কয়টা ম্যাচ আয়োজন করবে সেই কয়টার জন্যই তাঁরা টাকা পাবেন। প্রতিবার তো এভাবেই চলে আসছে। যদি অ্যাসোসিয়েশনগুলো কোনো ধরনের জটিলতা তৈরি করে তাহলে পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

    আগামী ৫ এপ্রিল শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর।