• লা লিগা
  • " />

     

    এবার ভ্যালেন্সিয়া-ফাঁড়া কাটাল বার্সা

    এবার ভ্যালেন্সিয়া-ফাঁড়া কাটাল বার্সা    

    গত সপ্তাহে দেপোর্তিভোর কাছে হেরে লা লিগার শিরোপাদৌড়ে আরো পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। গতকাল বিলবাওয়ের মাঠে রিয়াল জেতায় চাপটা আরো বেড়ে গিয়েছিল মেসিদের ওপর। ওদিকে আজকের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া, ক্যাম্প ন্যুতে শেষ তিন দেখায় বার্সাকে যারা হারিয়েছে দুবার। কিন্তু আজ ভ্যালেন্সিয়াকে হারিয়ে ঠিকই শিরোপাদৌড়ে টিকে থাকলো কাতালানরা। মেসির জোড়া গোলে ক্যাম্প ন্যুতে 'লস চে'দের বিপক্ষে বার্সা জিতেছে ৪-২ ব্যবধানে।

    আক্রমণ, প্রতি আক্রমণে ঠাসা ম্যাচটি জমে ওঠে প্রথম মিনিট থেকেই। ১৫ মিনিটে মেসির শট লাইন থেকে ফিরিয়ে দেন মন্টোয়া। প্রথমার্ধের ২৬ মিনিটে নেইমার ভ্যালেন্সিয়া ডিবক্সে পড়ে গেলেও পেনাল্টির বাঁশি বাজাননি রেফারী। ২৯ মিনিটে খেলার ধারার বিপরীতে লিড নিয়ে ক্যাম্প ন্যুকে স্তব্ধ করে দেয় ভ্যালেন্সিয়া। পারেহোর কর্ণার থেকে দুর্দান্ত এক হেডে টার স্টেগেনকে পরাস্ত করেন মাঙ্গালা। অবশ্য মাত্র ৬ মিনিট পরই ম্যাচে ফেরে বার্সা। ৩৫ মিনিটে নেইমারের বুদ্ধিদীপ্ত চকিত থ্রো থেকে বার্সাকে সমতায় ফেরান লুইস সুয়ারেজ। 'লস চে'দের বিপক্ষে ৭ ম্যাচে এটি ছিল সুয়ারেজের ৮ম গোল।

    প্রথমার্ধ শেষের মাত্র মিনিটখানেক আগে খলনায়কে পরিণত হন মাঙ্গালা। ৪৪ মিনিটে সুয়ারেজকে ডিবক্সে ফেলে দিয়ে বার্সাকে পেনাল্টি উপহার দেওয়ার পাশাপাশি লাল কার্ড দেখেন এই ফরাসী ডিফেন্ডার। মেস্তায়ার ম্যাচের মত এবারো আলভেজকে ১২ গজ থেকে পরাস্ত করেন লিও মেসি। লিড পুনরোদ্ধার করে বার্সা স্বস্তির নি:শ্বাস ফেলতে না ফেলতেই সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ওরিয়ানার পাস থেকে দলকে সমতায় আনেন বার্সা থেকেই ভ্যালেন্সিয়া ধারে খেলা মুনির এল হাদ্দাদি। গোল করেই করজোড়ে ক্ষমা চান বার্সা সমর্থকদের কাছে। 


    প্রথমার্ধের মতই এক্সপ্রেস গতিতে চলতে থাকে দ্বিতীয়ার্ধের খেলা। ৫৩ মিনিটে বুদ্ধিদীপ্ত এক পাসে মেসিকে খুঁজে পান মাসচেরানো। বক্সের ভেতর থেকে ডান পায়ের আগুনে শটে দলকে দ্বিতীয়বারের মত লিড এনে দেন মেসি। এই গোলের সুবাদে টানা ৮ মৌসুমে সব মিলিয়ে ৪০ গোলের মাইলফলক স্পর্শ করলেন 'এলএম১০'। বার্সার হয়ে আজ শততম বার জোড়া গোল করলেন মেসি। ৭৭ মিনিটে নেইমারের চমৎকার ফ্রিকিক ফিরে আসে বারে লেগে। ম্যাচের শেষদিকে হলুদ কার্ড দেখায় গ্রানাদার বিপক্ষের ম্যাচটি মিস করবেন মেসি। ৮৮ মিনিটে ভ্যালেন্সিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন আন্দ্রে গোমেজ। 

    আজকের জয়ে রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ২ পয়েন্টে পিছিয়ে থাকলো বার্সা। ২৮ ম্যাচে বার্সার সংগ্রহ ৬৩ পয়েন্ট। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো রিয়াল মাদ্রিদ।