• " />

     

    এখনই সরে দাঁড়াচ্ছেন না শশাঙ্ক মনোহর

    এখনই সরে দাঁড়াচ্ছেন না শশাঙ্ক মনোহর    

    আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার এক সপ্তাহের মাথায় আরও কিছুদিনের জন্য পদটিতে থাকতে সম্মতির কথা জানিয়েছেন শশাঙ্ক মনোহর। এই মাসের শেষ নাগাদ আইসিসির পরিচালনা ও আয় ভাগাভাগির বিষয়ে আনা কয়েকটি প্রস্তাবের ওপর আইসিসির একটি সভায় ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। সে পর্যন্ত সংস্থাটির চেয়ারম্যান হিসেবে থাকতে রাজি হয়েছেন মি. মনোহর।

     

    আইসিসির পরিচালকবৃন্দের অনুরোধেই তাঁর এমন সম্মতি জ্ঞাপন বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতি, “আমার প্রতি পরিচালকগণের আবেগ ও আস্থার জায়গাটুকুর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি সংস্থাটিতে পরিবর্তনের প্রস্তাবগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যেতে রাজি আছি।”

     

    এর আগে গত ১৫ এপ্রিল ‘ব্যাক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন স্বাধীনভাবে নির্বাচিত আইসিসির প্রথম এই চেয়ারম্যান। তবে ধারণা করা হয় আইসিসির সংবিধানে বড় কিছু পরিবর্তন আনতে তাঁর নেয়া উদ্যোগগুলো শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে না- এমনটা অনুমান করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের প্রখ্যাত এই আইনজীবী।

     

    ফেব্রুয়ারিতে আইসিসির একটি বোর্ড সভায় সংস্থাটির পরিচালনা ও আয় ভাগাভাগি ইস্যুতে তাঁর আনা প্রস্তাবগুলো মৌলিকভাবে উত্থাপন করা হলে সংখ্যাগরিষ্ঠ ভোটে তা পাস হয়। ভারত ও শ্রীলংকার ক্রিকেট বোর্ড এ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় আর জিম্বাবুয়ের বোর্ড ভোট প্রদান থেকে বিরত থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই সভায় এর পক্ষে ভোট দিলেও পরবর্তীতে বিসিবি সভাপতি জনাব নাজমুল হাসান পাপন প্রস্তাবের কিছু বিষয়ে তাঁদের আপত্তির কথা জানান।

     

    এদিকে আজ এক প্রতিক্রিয়ায় নাজমুল হাসান শশাঙ্ক মনোহরের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন, “ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এই সংকটপূর্ণ সময়ে শশাঙ্ককে আমাদের প্রয়োজন। আমাদের পূর্ণ সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি নিশ্চিত থাকতে পারেন।”