• ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
  • " />

     

    শাদাবের রেকর্ডে পাকিস্তানের টানা পাঁচ

    শাদাবের রেকর্ডে পাকিস্তানের টানা পাঁচ    

    স্কোর
    ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ১১১/৮
    পাকিস্তান ১৭.১ ওভারে ১১৫/৪
    ফলঃ পাকিস্তান ৬ উইকেটে জয়ী



    পিএসএলেই নজর কেড়েছিলেন দারুণ বল করে। তবে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক অভিষেকটা এর চেয়ে স্মরণীয় করে রাখতে হয়তো পারতেন না শাদাব খান। ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৩ উইকেট। টি-টোয়েন্টি অভিষেকে এটাই সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজকেও ৬ উইকেটে হারিয়ে সহজ জয় পেয়েছে পাকিস্তান, টি-টোয়েন্টিতে জয় পেয়েছে টানা পাঁচ ম্যাচে। 


    ম্যাচের শুরু থেকেই একের পর এক হোঁচট খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ রানেই রান আউট হয়ে ফিরে গেছেন এভিন লুইস। তবে ধসটা শুরু হয় ৩৫ রানে স্যামুয়েলস ফিরে যাওয়ার পর। এরপর নিজের একই ওভারে পর পর ওয়ালটন ও লেন্ডল সিমন্সকে ফিরিয়ে দেন সাদাব। পরের ওভারে নারাইনকে ফিরিয়ে দেন, পাওয়েলও হাসান আলির বলে হয়ে যান এলবিডব্লু। একটা সময় ৪৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। 


    শেহশ পর্যন্ত সেই ১১১ রান পর্যন্ত পৌছাতে পারে কার্লোস ব্রাফোটের কল্যাণে। শুরুতে কাইরন পোলার্ডকে নিয়ে বিপর্যয় সামাল দেন। পোলার্ড দলের ৭৪ রানে আউট হয়ে যাওয়ার পর হোল্ডারকে নিয়ে গড়েন আরেকটি ৩৫ রানের জুটি। নিজে শেষ পর্যন্ত ২৭ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন। 


    সেই রান তাড়া করতে অবশ্য পাকিস্তানও উইকেট হারিয়েছে। একটা সময় ৪৯ রানে হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। কিন্তু ১১১ রানের লক্ষ্যটা বাবর আজম ও শোয়েব মালিকের ৪৬ রানের জুটিতেই সহজ হয়ে যায়। বাবর ২৯ রান করে আউট হয়ে গেলেও মালিক অপরাজিত ছিলেন ২৯ বলে ৩৮ রান করে।