• " />

     

    ক্রিকেটকে বিদায় বললেন শন টেইট

    ক্রিকেটকে বিদায় বললেন শন টেইট    

    এক সময় ২২ গজে গতির ঝড় তুলতেন। ব্রেট লির অনুপস্থিতিতে ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করে জিতেছেন শিরোপাও। তবে সময়ের সাথে সাথে ইনজুরির কারণে ফর্ম হারিয়ে দলে ব্রাত্য হয়েছেন। শেষ পর্যন্ত ইনজুরির কাছে হার মেনে সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন শন টেইট।

     

    ৩৪ বছর বয়সী টেইটকে বলা হতো শোয়েব আখতার, ব্রেট লির পর সবচেয়ে দ্রুততম বোলার। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.১ কিলোমিটার/ঘণ্টায় বল করে প্রায় ছুঁয়েই ফেলেছিলেন শোয়েবের বিশ্বরেকর্ডকে! এই গতিময় বোলিং অ্যাকশনের কারণেই হয়তো বারবার ইনজুরিতে পড়েছেন। ২০০৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন, ২০১১ সালে বিদায় বলেন ওয়ানডেকে।

     

    আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও টি-টোয়েন্টি লিগে খেলাটা চালিয়ে গিয়েছেন। এবার সেটা থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছেন, “সত্যি বলতে আরও কয়েক বছর খেলার ইচ্ছে ছিল। তবে কনুইয়ে ইনজুরির কারণে দলে নিয়মিত সুযোগ পাচ্ছিলাম না। তাই খেলাটা চালিয়ে যাওয়ার মানে হয় না। আগের বিগ ব্যাশেই বুঝতে পারছিলাম এরকম কিছু হবে। প্রতিনিয়তই ক্রিকেট গতিময় হচ্ছে, অন্যদিকে আমি ধীরগতির হয়ে যাচ্ছি।”

     

     

    বিদায় বলার ঘোষণা আসার পর টেইটকে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড, “নিজের সেরা সময়ে সে ক্রিকেটের দ্রুততম বোলার ছিল। তার ফাস্ট বোলিং দেখতে দারুণ লাগত। অস্ট্রেলিয়ার হয়ে তার সাফল্য আমরা সবাই মনে রাখব। ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা।”