• " />

     

    পাকিস্তান সফরের প্রস্তাব নাকচ করে দিল বিসিবি

    পাকিস্তান সফরের প্রস্তাব নাকচ করে দিল বিসিবি    

    পিসিবির দেয়া পাকিস্তান সফরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জুনে চ্যাম্পিয়নস ট্রফির পর টি-টোয়েন্টি খেলার আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের কাছে প্রস্তাব জানিয়েছিল পিসিবি। কিন্তু বিসিবি জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তান সফরে যাচ্ছে না।

    তিন সপ্তাহ আগেই লাহোরে পিএসএল ফাইনাল হয়েছিল। অনেক বিদেশী ক্রিকেটার খেলতে অস্বীকৃতি জানালেও কঠোর কমান্ড স্টাইলের নিরাপত্তা বেষ্টনীতে সেই ফাইনাল হয়ে যায়। সেখানে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেজর আকম আনিস উদ দৌলা। ফিরে এসে বিসিবিকে যে প্রতিবেদন দিয়েছেন, তার ভিত্তিতেই বিসিবি সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তান সফরে যাচ্ছে না। ঢাকা ট্রিবিউনকে বিসিবির মিডিয়া ও যোগাযোগ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও নিশ্চিত করেছেন, প্রতিবেদন সন্তোষজনক না হওয়ায় সফরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন তারা।

    সপ্তাহের শুরুতে পিসিবি প্রেসিডেন্ট শাহরিয়ার খান  নিজেই নিশ্চিত করেছিলেন বাংলাদেশের পাকিস্তান সফরে অনাগ্রহের কথা, ‘আমার মনে হয় না এখন ওদের আসার উজ্জ্বল সম্ভাবনা আছে। তবে আমার কাছে কারণটা যতটা না নিরাপত্তার , তার চেয়েও বেশি রাজনৈতিক মনে হচ্ছে। আইসিসি বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে দেখা হলে আমি এই ব্যাপারটা নিয়ে আলাপ করব। চেষ্টা করব এই বছর একবার অন্তত আসার ব্যাপারে রাজি করানোর। সেটা না করা গেলে ক্ষতিপূরণ দেওয়া যাবে কি না সেটা নিয়েও কথা বলব।’ জুলাইয়ে পাকিস্তানের নির্ধারিত বাংলাদেশ সফরেও এর প্রতিফলন ঘটবে কি না জানতে চাইলে বলেছিলেন "আমার মনে হয় আমরা এখন সিদ্ধান্তটা নতুন করে ভেবে দেখব। গত কয়েক বছরে আমরা দু'বার বাংলাদেশ সফর করেছি।"


    দুই বছর আগে বাংলাদেশ সফরে এসে পাকিস্তান আর্থিক লাভের ৩ লাখ ২৫ হাজার ডলার পেয়েছিল বলে শোনা যায়। তবে এ বছর বিসিবি পাকিস্তান বাংলাদেশ সফরে এরকম কোনো ভাগাভাগির চিন্তা পুরোপুরি উড়িয়ে দিয়েছে। বরং নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলে সেটা ভেবে দেখার কথা জানিয়েছে।


    তবে আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশকে আনার ব্যাপারে ঠিক রাজি নয় পিসিবি। ব্যাপারটা আর্থিক দিয়ে খুব লাভজনক নয় বলে তাদের মত। জিম্বাবুয়ে অবশ্য পাকিস্তান সফরে আসার ব্যাপারে আগ্রহ দেখালেও পিসিবি আরও বড় কোনো দলকেই আনতে চায়।