• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বড় ম্যাচ মানেই দুর্দান্ত লিভারপুল

    বড় ম্যাচ মানেই দুর্দান্ত লিভারপুল    

    আজকের ম্যাচে খেলারই কথা ছিল না কৌতিনহো, ফিরমিনোর। ম্যাচের মাত্র দুদিন আগে ব্রাজিল থেকে ফেরায় দলের অন্যতম এই দুই তারকাকে বিশ্রামে রাখতে চেয়েছিলেন ক্লপ। কিন্তু ভ্রমণক্লান্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাঠে নামলেন দুজনই, ফিরলেন দলকে জিতিয়েই। এভারটনের বিপক্ষে অ্যানফিল্ডে ‘মার্সিসাইড ডার্বি’ জিতে এই মৌসুমে বড় ম্যাচ জয়ের তালিকাটা আরো সমৃদ্ধ করলো ‘অল রেড’রা। এই মৌসুমে পয়েন্ট তালিকার প্রথম দশে থাকা কোনো দলের সঙ্গে এখনো হারেনি অল রেডরা। মানে, কৌতিনহো, ওরিগির গোলে এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল।

    লিভারপুলের জন্য চলতি মৌসুমটা কিছুটা অম্লমধুরই বলা চলে। চেলসির মত বড় দলগুলোর সামনে অপ্রতিরোধ্য ‘অল রেড’দের খুঁজেই পাওয়া যায় না হালের মত পুঁচকে দলের সামনে। ওদিকে মাস দুয়েক ধরে ঠিক ফর্মে ছিলেন না কৌতিনহো, ফিরমিনো। তবে বড় ম্যাচ, আর লিভারপুলের মূল কুশীলবরা পারফর্ম করবেন না- তা কি হয়? দলের প্রয়োজনে সময়মত ঠিকই জ্বলে উঠলেন আক্রমণভাগের সবাই-ই। অ্যানফিল্ডে প্রতি ম্যাচে গোল করার অভ্যাস বানিয়ে ফেনা সাদিও মানে গোল পেয়েছেন আজও। মাত্র ৮ মিনিটেই কৌতিনহোর পাস থেকে দুর্দান্ত এক গোলে দলকে লিড এনে দিয়েছেন এই উইঙ্গার। ১৩-১৪ মৌসুমে সুয়ারেজ, স্টারিজেরপর একই লিগ মৌসুমে উভয় ‘মার্সিসাইড ডার্বি’তে গোল পেলেন লিভারপুলের কেউ। কিন্তু ২৮ মিনিটে সমতায় ফেরে এভারটন। কোলম্যানের ইঞ্জুরিতে প্রথমবার মূল একাদশে নেমেই গোলের দেখা পান পেনিংটন। কিন্তু এর মিনিট তিনেক পরই আবারো লিড নেয় লিভারপুল। ৩১ মিনিটে দুজনকে কাটিয়ে দর্শনীয় এক শটে নিজের গোলখরা কাটান কৌতিনহো।

    দ্বিতীয়ার্ধে ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন মানে। এভারটনের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন মানের বদলি হিসেবে নামা ওরিগি। ৬০ মিনিটে আগুনে এক শটে রবলেসকে পরাস্ত করেন এই বেলজিয়ান স্ট্রাইকার।

    আজকের জয়ে লিগে এভারটনের বিপক্ষে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকলো লিভারপুল। ১৯৯৯ এর পর অ্যানফিল্ড থেকে জয় নিয়ে ফিরতে পারেনি এভারটন। প্রথম লিভারপুল ম্যানেজার হিসেবে নিজের প্রথম তিনটি ‘মার্সিসাইড ডার্বি’ জিলেন ইয়ুর্গেন ক্লপ।

    আরও পড়ুনঃ
     ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গেছে চেলসি!