ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গেছে চেলসি!
স্ট্যামফোর্ড ব্রিজে টানা দশ ম্যাচ জয়ের রেকর্ডটা আর বাড়াতে পারল না চেলসি। ক্রিস্টাল প্যালেসের কাছে ঘরের মাঠে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আন্তোনিও কন্তের দল। প্যালেসের কাছে ২-১ গোলে হেরেছে চেলসি।
ম্যাচের এই স্কোরলাইনটা অবশ্য নির্ধারিত হয়ে গিয়েছিল খেলার ১১ মিনিটের মধ্যেই! খেলার ফল অপ্রত্যাশিত হলেও, শুরুটা ছিল অনুমিতই। ৫ মিনিটে ফ্যাব্রিগাসের গোলে এগিয়ে গিয়েছিল চেলসিই। কিন্তু ৯ আর ১১ মিনিটে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে টেবিল টপাররা। ক্রিস্টাল প্যালেসের হয়ে গোল করেছেন উইলফ্রেড যাহা ও ক্রিশ্চিয়ান বেনটেকে। এই মৌসুমে লিগে হারা চেলসির আগের তিন ম্যাচেই প্রথমার্ধটা শেষ হয়েছিল পিছিয়ে থেকে। চতুর্থ হারেও ব্যতিক্রম হল না সেই ঘটনার।
পিছিয়ে পড়ার পর অবশ্য বাকিটা সময় ম্যাচে ফিরে আসার কম সুযোগ পায়নি চেলসি। কিন্তু ফ্যাব্রিগাস, হ্যাজার্ডদের চেষ্টাগুলো বাধাপ্রাপ্ত হয়েছে ক্রিস্টাল প্যালেসের দূর্গ কঠিন রক্ষণের সামনে। কখনও বা সহজ সুযোগ হাতছাড়া করে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছেন ডিয়েগো কস্তারা। তাই অতিরিক্ত সময় সহ মোট একশ মিনিটের লড়াইয়েও দিনশেষে পরাজিত হয়েই মাঠ ছাড়তে হয়েছে কন্তের দলকে।
সাত মাস পরে ঘরের মাঠে চেলসির হারের সুযোগ নিয়ে শীর্ষস্থানে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে টটেনহ্যাম হটস্পার্স। বার্নলিকে ২-০ গোলে হারিয়েছে তারা। ২৯ ম্যাচ শেষে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৬৯ আর দ্বিতীয়তে স্পার্সের সংগ্রহ ৬২ পয়েন্ট।
অন্যদিকে ওল্ড ট্রাফোর্ডে আরও এক হতাশার দিনই পার করেছেন হোসে মরিনহো। ওয়েস্টব্রমের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তার দল। আজকের ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডটা ১৯ এ নিয়ে গেলেও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নটা আরও বড় হুমকির মুখেই পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ৫৩ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে রেড ডেভিলরা।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি তুলে নিয়েছে টানা চতুর্থ জয়। স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়ে পলিগ চ্যাম্পিয়নরা এখন ১৩ নম্বরে। গোল করেছেন নিদ্দি ও জেমি ভার্ডি।
আরও পড়ুনঃ বড় ম্যাচ মানেই দুর্দান্ত লিভারপুল