• আইপিএল
  • " />

     

    শুরু থেকেই মুস্তাফিজকে আশা করছে হায়দরাবাদ

    শুরু থেকেই মুস্তাফিজকে আশা করছে হায়দরাবাদ    

    মুস্তাফিজুর রহমান আইপিএল এবার নাও খেলতে পারেন, কদিন ধরেই এমন একটা সংবাদ ভেসে বেড়াচ্ছিল বাতাসে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, লম্বা মৌসুম শেষে আইপিএলের ব্যাপারে মুস্তাফিজের নতুন করে চিন্তা করা উচিত। মুস্তাফিজও পরে আভাস দিয়েছিলেন, এবার সানরাইজার্সের হয়ে পুরো আইপিএলে নাও থাকতে পারেন। তবে সানরাইজার্স কোচ টম মুডি জানিয়েছেন, ৭ এপ্রিল থেকেই ‘ফিজকে’ আশা করছেন তাঁরা।

    আইপিএলে গত মৌসুমে মুস্তাফিজের ছিল ‘এলাম, দেখলাম, জয় করলাম’। প্রথম মৌসুমেই দলকে চ্যাম্পিয়ন করেছিলেন, এর পরেই পড়ে গিয়েছিলেন কাঁধের চোটে। সেই চোট কাটিয়ে ফিরলেও এখনও আগের সেই মুস্তাফিজকে পুরোপুরি পাওয়া যায়নি। টানা খেলার পর আয়ারল্যান্ডের ত্রিদেশীয় টুর্নামেন্ট ও চ্যাম্পিয়নস ট্রফির আগে মুস্তাফিজ আইপিএলে শুরু থেকেই খেলার ব্যাপারে নিশ্চিত করেননি। বিসিবিও তাঁকে অনুমতিপত্র দেওয়ার ব্যাপারে কিছু জানায়নি।

    টম মুডি জানিয়েছেন, তারা এখনো এ ব্যাপারে কিছু জানেন না, ‘এই পর্যায়ে আমরা তো ওকে শুরু থেকেই আশা করছি। এখনও বিসিবি থেকে আমাদের কিছু জানানো হয়নি। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি, ও আমাদের সাথে ৭ থেকেই থাকবে।’

     মুস্তাফিজ অবশ্য দলে যোগ দেওয়ার আগেই শুরু হয়ে যাচ্ছে হায়দরাবাদের অভিযান। ৫ এপ্রিল প্রথম ম্যাচে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু। ৬ এপ্রিল শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।