• " />

     

    পাক-ভারত সিরিজের জন্য মিসবাহর হাহাকার

    পাক-ভারত সিরিজের জন্য মিসবাহর হাহাকার    

    ২০১০ সাল থেকে পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, অথচ এত বছরেও ভারতের বিপক্ষে একটা টেস্ট সিরিজে নেতৃত্ব দেয়ার সৌভাগ্য হয় নি। ক্রিকেট বিশ্বের জনপ্রিয়তম দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে এমন অচলাবস্থায় ভীষণ হতাশ মিসবাহ-উল-হক। রাজনৈতিক  কারণে এভাবে ক্রিকেটকে বঞ্চিত করার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি।

     

    খেলাধুলার ওপর কোনোরকম বিধিনিষেধ চান না মিসবাহ, “এসব বিধিনিষেধ পুরোপুরি রাজনৈতিক কারণে। কিন্তু আমার মনে হয় না সেটার জন্য ক্রিকেটার আর ক্রিকেট অনুরাগীদের দুর্দান্ত একটা দ্বৈরথ থেকে বঞ্চিত করা উচিত।”

     

    মিসবাহ মনে করেন ভারতীয় ক্রিকেটাররাও পাকিস্তানের বিপক্ষে খেলতে চান, “ওঁরাও আমাদের মত নিরুপায় যেহেতু এখানে আরও অনেক ব্যাপার আছে। আমি নিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে একদিন আবার ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট শুরু হবে।”


    এ দুই দলের মধ্যকার ক্রিকেট থেকে শেখার মত অনেক কিছু আছে- এমন মন্তব্য করে মিসবাহ বলেন উভয় দেশেরই তরুণ ক্রিকেটাররা সেটা থেকে বঞ্চিত হচ্ছেন।