আইপিএলে থাকবে না ভারত-অস্ট্রেলিয়ার উত্তাপ!
বদলাবে খেলার ধরন। বদলাবে মানসিকতাও! আজ যে শত্রু, কাল সেই হবে ‘বন্ধু’! ভারত-অস্ট্রেলিয়া সিরিজে পারস্পরিক উত্তেজনার যে রেশ ছড়িয়েছিল, আইপিএল বাতাবরনে মিলিয়ে যাবে সেটাই! অস্ট্রেলীয় সতীর্থদের সঙ্গে খেলতেও তাই কোনো সমস্যা হবে না বলেই মনে করেন উমেশ যাদব।
ভারত-অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সিরিজে জমে উঠেছিল কথার লড়াই। শেষ পর্যন্ত ক্ষমাও চেয়েছেন স্টিভেন স্মিথ, বিরাট কোহলি স্বীকার করে নিয়েছিলেন, একটু বেশিই হয়ে গিয়েছিল প্রতিক্রিয়া। ধর্মশালায় শেষ টেস্টে যাদব নিজেই অস্ট্রেলীয়দের আগ্রাসী মনোভাবের শিকার হয়েছিলেন। সিরিজের সেরা পেসার ম্যাচজয়ী স্পেলটা করতে বাড়তি প্রেরণাও পেয়েছিলেন সেখান থেকেই। তবে সব বিদ্বেষ তিনি রেখে আসতে চান সেখানেই।
‘আমার মনে হয় কোনো মাঠের বিদ্বেষ সেখানেই রেখে আসতে হয়। নতুন যাত্রার দিকে তাকাতে হয়, নতুন পিচের দিকে তাকাতে হয়’। তবে যাদবকে পিছন ফিরে তাকাতে বললে অস্ট্রেলিয়ানদেরই ‘দোষ’ খুঁজে পাচ্ছেন, ‘যদি আপনি কিছু শুরু করেন, এর প্রতিক্রিয়ার জন্যও প্রস্তুত থাকতে হবে। সবাই জানে, বিরাট (কোহলি) এসব শুরু করেনি। এটা অজিরাই করেছিল। তারা স্লেজিং উপভোগ করা শুরু করেছিল, আমরা তাদের অনুসরণ করেছিলাম। কেউ যদি আমাকে কিছু বলে, আমিও ছেড়ে কথা বলতে পারি না। তাদের আগুন আমরা ফিরিয়ে দিয়েছিলাম’।
তবে সে আগুন নাকি মিলিয়ে যাবে, আইপিএল শুরু হলেই!