• সিরি আ
  • " />

     

    'রহস্যময়' নম্বরে হিগুয়েইনকে 'অভ্যর্থনা'

    'রহস্যময়' নম্বরে হিগুয়েইনকে 'অভ্যর্থনা'    

    সান পাওলোতে তাঁকে ‘শীতল অভ্যর্থনা’ জানানোর সব আয়োজন সম্পন্নই ছিল। অনুমিতভাবেই জুভেন্টাস-নাপোলির সে ম্যাচজুড়ে হিগুয়েইন উদ্দেশ্য করে উড়ে গেছে দুয়ো ধ্বনি, তির্যক মন্তব্য আর বিদ্রুপের ফুলঝুরি। তবে সবকিছু ছাপিয়ে ‘হিগুয়েইন ৭১’ লেখা প্ল্যাকার্ডে আলোচনার জন্ম দিয়েছেন একদল নাপোলি সমর্থক। ‘৭১’ সংখ্যাটার মাহাত্ম্য নিয়ে চলছে বিস্তর জল্পনা।

     

     

    খুব সহজ ব্যাখ্যায় কেউ কেউ বলছেন, ‘তুমি আগে আমাদের কাছে ১ নম্বর ছিলে, এখন ৭১ নম্বর’। কিন্তু অনেকে খুঁজছেন আরও গভীর অর্থ, নাপোলির জার্সিতে হিগুয়েইনের করা ৭১ গোল মনে করিয়ে দিচ্ছেন সমর্থকরা? কিন্তু ‘বিশ্বাসঘাতক’কে এমন সম্মানের সাথে স্মরণ করার তো কোনো কারণ নেই।

     

    চমকপ্রদ এক ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে স্বপ্ন ব্যাখ্যার জন্য জনপ্রিয় ইতালির একটি ওয়েবসাইট। মরফিয়া নাপোলিতানা নামের ওই ওয়েবসাইট বলছে, ৭১ সংখ্যা দিয়ে বোঝানো হয়, ‘তুমি পুরোপুরি একটা আবর্জনা’।

     

    আরেকটা মজার মানেতে বলা হচ্ছে, এর দ্বারা আসলে এই মৌসুমের শুরুর দিকে নাপোলির বিরুদ্ধে জুভেন্টাসের হয়ে হিগুয়েইনের করা জয়সূচক গোলটির প্রতি ইঙ্গিত করা হয়েছে যেটি তিনি ৭১ মিনিটে দিয়েছিলেন।

     

    মানে যাই হোক, সাংকেতিক ভাষায় এভাবে বিদ্রুপের চলটা হয়তো শুরু হল বলে!