গুঞ্জন উড়িয়ে দিলেন ব্রাথওয়েট
ঠিক এক বছর এক দিন আগে ইডেন গার্ডেনসে রুপকথার এক ফাইনালে ক্যারিবীয়দের নায়ক ছিলেন তিনি। এক বছর পর গুঞ্জন উঠলো, সেই কার্লোস ব্রাথওয়েট ওয়েস্ট ইন্ডিজের বদলে বেছে নিয়েছেন আইপিএলকে। পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজের দলে এই অলরাউন্ডারের না থাকাটাই উসকে দিয়েছিল সে গুঞ্জন।
তবে ব্রাথওয়েট নিজেই বলছেন, তিনি আসলে বাদ পড়েছেন ওয়ানডে দল থেকে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তিনি বলেছেন, ‘একটা অবধারিত ভুল বোঝাবুঝি পরিষ্কার করতে বলছি, আমি ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছি। এ কারণেই আগেভাগে আইপিএল খেলতে আসছি। ওয়ানডে দলের জন্য শুভকামনা।’
এর আগে ক্যারিবীয় কোচ স্টুয়ার্ট ল বলেছিলেন, ব্রাথওয়েটের এই বাদ পড়া তাঁর দূর্বলতা কাটিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে সাহায্য করবে। সেই ফিরে আসার জন্য অবশ্য ব্রাথওয়েটকে অপেক্ষা করতে হবে। আপাতত দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে ভারত মাতানোর অপেক্ষায় তিনি।
এক বছর আগে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে যেমন মাতিয়েছিলেন!