• ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
  • " />

     

    অবশেষে অবসরের ঘোষণা দিলেন মিসবাহ

    অবশেষে অবসরের ঘোষণা দিলেন মিসবাহ    

    বয়স আর ফর্মের সঙ্গে যুদ্ধটা চলছিল অনেক দিন থেকে। অবশেষে সেই লড়াইয়ে হার মানলেন মিসবাহ উল হক। জানিয়ে দিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের সিরিজ শেষেই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে।

    বয়স হয়ে গিয়েছিল ৪২, তাঁর বয়সী ক্রিকেটাররা প্যাড তুলে রেখেছেন অনেক আগেই। তবে গত বছরও মিসবাহ বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে রান করে যাচ্ছিলেন। পাকিস্তানকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও নিয়ে এসেছিলেন ইংল্যান্ডের সঙ্গে সিরিজে। কিন্তু এর পরেই হঠাৎ মিসবাহর ব্যাটে ভাটার টান, পাকিস্তানও চলতে শুরু করল উল্টো স্রোতে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে টানা পাঁচ টেস্ট হারল পাকিস্তান। নিউজিল্যান্ডের সঙ্গে মাত্র একটা টেস্ট খেলেছিলেন মিসবাহ, অস্ট্রেলিয়ার সঙ্গে তিন টেস্ট মিলে করেছিলেন মাত্র ৭৬ রান।

    ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সংবাদ সম্মেলনেই শেষ পর্যন্ত ঘোষণাটা দিলেন। বললেন, অনেক প্রাপ্তি নিয়েই বিদায় বলতে পারছেন আন্তর্জাতিক ক্রিকেটকে, ‘হ্যাঁ, আমি নিজেকে সফলই মনে করি। ক্যারিয়ারে তো কম উত্থান পতন দেখিনি, তবে পাকিস্তানকে এক নম্বরে নিয়ে এসেছি, এটা অনেক বড় পাওয়া।’

    তবে এর মধ্যেও একটা অতৃপ্তির খচখচানি আছে তাঁর মনে, ‘পাকিস্তাননের হয়ে একটা বিশ্বকাপ জিততে খুব করে চেয়েছিলাম। আশা করেছিলাম, সেখানে পাকিস্তানকে নেতৃত্ব দেব। তবে সবার সব আশা তো পূর্ণ হয় না। যা পেয়েছি, তাতে আমি সন্তুষ্ট।’

    টেস্টেও এখন অধিনায়ক হওয়ার কথা সরফরাজ আহমেদের। মিসবাহ শুভকামনা জানিয়েছেন উত্তরসূরিকে। সেই সঙ্গে তিন সংস্করণে একই অধিনায়ক বেছে নেওয়ার জন্যও পরামর্শ দিয়েছেন বোর্ডকে।