'উদ্ধত বোর্ডের জন্য ওয়েস্ট ইন্ডিজের এই অবস্থা'

গত বছরের এই এপ্রিলেই ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। অবিশ্বাস্য এক ফাইনালে কার্লোস ব্রাথওয়েট ক্যারিবীয় সমুদ্রপাড়ে তুলেছিলেন আনন্দের ঢেউ। বছর পার হয়ে গেছে, ক্যারিবীয় ক্রিকেট সমুদ্রে আবার এসেছে বিষাদের চোরাস্রোত। পাকিস্তানের সঙ্গে আরব আমিরাতে সিরিজ হারার পর ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজও হারতে হয়েছে। সামনে ওয়ানডে সিরিজ, তবে ক্যারিবীয় ‘তারকা’রা এখন মশগুল আইপিএল নিয়েই।
ভিভ রিচার্ডসের কাছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এ দুর্দশার পেছনে দায়ী মনে হচ্ছে কর্তা-ব্যাক্তিদেরই। তাঁদেরকে কিং ভিভ বলছেন ‘উদ্ধত’। গেইল-পোলার্ডদের সঙ্গে বোর্ডের প্রধান সমস্যার মূলে তাঁদের চুক্তি ও চুক্তির শর্ত। ওয়ানডে দলে থাকতে হলে ঘরোয়া আসরে খেলতে হবে, কিন্তু সেসময় আবার থাকে বিগ-ব্যাশ লিগ। গেইলরা তাই ওয়েস্ট ইন্ডিজ দলে থাকেন না।
‘যখন আপনার উদ্ধত একটা প্রশাসন থাকবে, ক্রিকেটাররা এমন বাছবিচার করবেই। প্রশাসনের কর্তারা নিজেদেরকে খেলোয়াড়দের মতোই গুরুত্বপূর্ণ মনে করে, এটা আমি কোনো সংশয় ছাড়াই বলতে পারি। কিন্তু তারা তো সেটা নয়!’
‘আমার মনে হয়, এটা ঘরোয়াতে খেলার চেয়েও বড় ব্যাপার। এখন যারা এটাতে খেলছে না, তারা তো এসব খেলেই শুরু করেছিল। তারা খেলতেও চেয়েছিল। কিন্তু নিজেদের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে করা প্রশাসন থাকলে এমন সমস্যা হবেই। তাদের জেগে ওঠা উচিৎ শীঘ্রই।’
তবে আশা ছেড়ে দিচ্ছেন না ভিভ, ‘আমি তাদের একজন, যে কখনোই “কখনোই না” বলে না’।