কোহলিকে নিয়ে 'সন্দেহ' ছিল ডি ভিলিয়ার্সের
একে একে সব ফরম্যাটেই ভারতের অধিনায়কত্ব পেয়েছেন বিরাট কোহলি। তাঁর নেতৃত্বে টেস্টে আইসিসি র্যাঙ্কিংয়ের এক নম্বরেও উঠে গেছে ভারত। তবে প্রথমদিকে কোহলির নেতৃত্বগুণ নিয়ে সন্দেহই ছিল এবি ডি ভিলিয়ার্সের, ‘শুরুতে লোকে তার নেতৃত্বগুণ নিয়ে কথা বলতো। সে অধিনায়ক হবে, আমি এমন কথা বিশ্বাস করতাম না ঠিক। আমার মনে হতো সে তার প্রতিক্রিয়া নিয়ে একটু বেশিই আবেগী’।
তবে সেই আবেগটা নিয়ন্ত্রণ করতে শিখে গেছেন কোহলি, দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়কের মত এমনই, ‘আমার মনে হয় সে একটা রাস্তা বের করেছে। সে এখনও আবেগী একজন, জিততে ভালবাসে। তবে সে এটা নিয়ন্ত্রণ করতে শিখে গেছে।’
‘সে ভারতীয় ক্রিকেটের অনেক বড় সম্পদ। দলকে অসাধারণভাবে নেতৃত্ব দেয়।’
আইপিএলে ব্যাঙ্গালোর দলে ডি ভিলিয়ার্সের অধিনায়ক কোহলিই। ভারতীয় অধিনায়ক পুরো ফিট না এখনও, বয়ে নিয়ে বেড়াচ্ছেন অস্ট্রেলিয়া সিরিজের চোটকেই। ভারত সে সিরিজ জিতলেও কোহলির ব্যাট ছিল চুপচাপ, গড় ছিল মাত্র ৯.২! তবে সাবেক প্রোটিয়া টেস্ট অধিনায়ক কোহলির পক্ষেই আছেন, ‘সে অধিনায়কত্বে নৈপুণ্য দেখিয়েছে। দেখিয়েছে, সে সব জয় করতে পারে। ব্যাট হাতে সিরিজটা ভাল না গেলেও তার অধিনায়কত্ব ছিল অসাধারণ।’
কোহলিকে বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান বলেও রায় ডি ভিলিয়ার্সের।