• আইপিএল
  • " />

     

    বিলম্বিত হচ্ছে মুস্তাফিজের আইপিএল-যাত্রা?

    বিলম্বিত হচ্ছে মুস্তাফিজের আইপিএল-যাত্রা?    

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে মুস্তাফিজের খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়ে আছে বেশ ক’দিন ধরেই। তরুণ এই বাংলাদেশি পেসার সানরাইজার্স হায়দ্রাবাদ দলে এবার আদৌ যোগ দেবেন কিনা, দিলেও সেটা কবে নাগাদ- এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে। সর্বশেষ খবর অনুযায়ী শ্রীলংকা সফর শেষ করে আজকালের মধ্যেই মুস্তাফিজের ভারত যাওয়ার কথা শোনা গেলেও বিশেষ সূত্রের বরাত দিয়ে উইজডেন ইন্ডিয়া জানাচ্ছে অন্তত এক সপ্তাহ বিশ্রামে থাকবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

     

    গত আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মুস্তাফিজ সদ্য সমাপ্ত শ্রীলংকা সফরে জাতীয় দলের হয়েও আলো ছড়িয়েছেন। তিন ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে শেষ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪টি।

     

    তবে আইপিএলের এবারের আসরে তাঁর খেলা নিয়ে সংশয় ছিল আগে থেকেই। সামনে জাতীয় দলের ব্যস্ত সূচির জন্য বিসিবি তাঁকে বিশ্রামে রাখতে চায়। শ্রীলংকা সিরিজ চলাকালে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশের বিদায়ী টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও অনুরূপ মনোভাব ব্যক্ত করেন। মুস্তাফিজ নিজেও এবার আইপিএল খেলতে পারবেন কিনা সে নিয়ে সন্দিহান থাকার কথা বলেছিলেন।

     

    ওদিকে হায়দ্রাবাদের কোচ টম মুডি বাংলাদেশের শ্রীলংকা সফর শেষ হওয়ার পরপরই ফিজকে তাঁর দলের ক্যাম্পে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। উইজডেন ইন্ডিয়া জানাচ্ছে, অন্তত কয়েকটি ম্যাচের জন্য মুস্তাফিজকে পাবে তাঁর দল এ ব্যাপারে তাঁরা নিশ্চিত হয়েছে। তবে সেটা এখনই নয়। শ্রীলংকা সফর শেষে জাতীয় দলের সাথে দেশে ফেরা ফিজ এক সপ্তাহের মতো বিশ্রামে থাকবেন বলে ‘খবর পাওয়া’র কথা বলছে ক্রীড়া গণমাধ্যমটি। এই সপ্তাহের শেষ নাগাদ তাঁর আইপিএল যাত্রার সুনির্দিষ্ট দিন-তারিখ জানা যাবে বলেও ভাষ্য তাঁদের।

     

    একাধিক ভারতীয় গণমাধ্যমে এ ব্যাপারে খবর প্রকাশিত হলেও নির্ভরযোগ্য কারও উদ্ধৃতি দিয়ে তাঁরা সেটা নিশ্চিত করতে পারেনি।