• আইপিএল
  • " />

     

    বোর্ডের সবুজ সংকেত পেয়েছেন মুস্তাফিজ

    বোর্ডের সবুজ সংকেত পেয়েছেন মুস্তাফিজ    

    গত সপ্তাহেই সানরাইজার্স হায়দরাবাদ বলেছিল, তারা দ্বিতীয় ম্যাচ থেকেই আশা করছে মুস্তাফিজুর রহমানকে। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি, বোর্ড থেকে অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারেও কিছু বলা হয়নি। সেই অনাপত্তিপত্র মিলেছে আজ, বিসিবি থেকে আইপিএলে খেলতে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত পেয়েছেন মুস্তাফিজ। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে ম্যাচ দিয়ে এই মৌসুমের অভিযান শুরু করবেন।

    কালই ভারতের সংবাদমাধ্যম জানিয়েছিল,  মুস্তাফিজ কবে যোগ দেবেন সেটা এই সপ্তাহের শেষে জানা যাবে। এখন জানা যাছে, মুস্তাফিজ এই সপ্তাহেই উড়ে যাচ্ছেন ভারতে। কালই শ্রীলঙ্কা সফর থেকে দেশে ফিরেছেন, দিন চারেক বিশ্রামের পর আবার নামার কথা মাঠে।