• আইপিএল
  • " />

     

    মুস্তাফিজে ভারসাম্য খুঁজতে চাইছেন ওয়ার্নার

    মুস্তাফিজে ভারসাম্য খুঁজতে চাইছেন ওয়ার্নার    

    গত আসরেই প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর সে জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তরুণ বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়াই ‘অরেঞ্জ আর্মি’দেরকে শুরু করতে হয়েছে এবারের আইপিএল অভিযান। তবে টম মুডিদের অপেক্ষাটা খুব বেশী দির্ঘায়িত হচ্ছে না। ইতোমধ্যেই বিসিবির অনাপত্তিপত্র পেয়ে যাওয়া মুস্তাফিজ শিঘ্রই যোগ দেবেন বর্তমান চ্যাম্পিয়নদের ক্যাম্পে। আর ফিজকে পেলেই তাঁর দলের ভারসাম্যটা আরও ভালোভাবে ফিরে আসবে বলে মনে করছেন সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

     

    চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে ওয়াটসন-গেইলদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩৫ রানে হারিয়েছে হায়দ্রাবাদ। কাল দ্বিতীয় ম্যাচে তাঁদের প্রতিপক্ষ গুজরাট লায়ন্স। এরপরই নিজেদের প্রথম ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলতে মুম্বাই পাড়ি জমাবেন ওয়ার্নাররা, ১২ তারিখ সেখানে তাঁরা মুখোমুখি হবেন মুম্বাই ইন্ডিয়ানসের। আর সে ম্যাচের আগেই মুস্তাফিজের দলে যোগদান একরকম নিশ্চিত বলেই জানাচ্ছেন সানরাইজার্স কোচ টম মুডি, “মুম্বাইয়ে দলের সাথে মুস্তাফিজের যোগদানের সম্ভাবনা অনেক বেশি।”

     

    আর ফিজকে পেলেই দলটা আরও ভালোমত গোছাতে পারবেন বলে মনে করছেন অধিনায়ক ওয়ার্নার, “আমাদের জন্য কাজটা ঠিক দলের বিপক্ষে ঠিক ভারসাম্যটা খুঁজে পাওয়া। অবশ্যই ওঁকে  (মুস্তাফিজ) আমরা যে কয় ম্যাচের জন্য পাব সে কয় ম্যাচেই একাদশের জন্য বিবেচনা করব। ও এসে পোঁছালে তারপর আমরা সেটা নিয়ে ভাবব এবং আশা করি দলটা তখন আরও ভালো হবে। এখন এখানে আমি, ময়েসেস, কাটিং আর রশিদ আছি। মুস্তাফিজ আসলে তারপর কম্বিনেশনটা কেমন হবে সেটা আমরা নতুন করে ভাবব।”

     

    বিলম্বে যোগ দিয়ে আবার টুর্নামেন্টের মাঝপথেই ফিরে আসতে হবে মুস্তাফিজকে ১২ মে থেকে আয়ারল্যান্ডে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের দলে যোগ দিতে।  সে হিসেবে ফিজকে এবার সাকুল্যে ৯-১০টি ম্যাচের জন্য পাবে তাঁর দল।