• আইপিএল
  • " />

     

    রিভিউ চেয়ে গালমন্দ শুনলেন ধোনি

    রিভিউ চেয়ে গালমন্দ শুনলেন ধোনি    

    ভারত-অস্ট্রেলিয়া সিরিজে আরও অনেককিছুর সঙ্গে আলোচনায় ছিল ডিআরএসও। সেই ডিআরএস নিয়েই এবার একটু ঝামেলায় পড়ে গেলেন এমএস ধোনি। আইপিএলে পুনের সঙ্গে মুম্বাইয়ের ম্যাচে ডিআরএসের আশ্রয় চেয়ে ম্যাচ রেফারির ভর্ৎসনা শুনেছেন সাবেক ভারতীয় অধিনায়ক।

     

    মুম্বাইয়ে আইপিএলের ম্যাচে ইমরান তাহিরের বলে স্ট্যাম্পের আগে ফাঁদে পড়েন কাইরন পোলার্ড। তবে তাহির-ধোনি-স্মিথদের আবেদন নাকচ করে দেন আম্পায়ার এস রাভি। মজা করে রিভিউ চাওয়ার সংকেত দেন ধোনি। কিন্তু আইপিএলে যে ডিআরএসই নেই! আর সবার কাছে ব্যাপারটা হালকা মনে হলেও ম্যাচ রেফারির তা মনে হয়নি।

     

     

    আইপিএলের ‘লেভেল ওয়ান’ ধরনের ‘কোড অব কন্ডাক্ট’ ভংগ করেছেন ধোনী। অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে শুধু ভর্ৎসনাই শুনতে হয়েছে ধোনী।

    পরে রিপ্লে অবশ্য দেখিয়েছে, ডিআরএস থাকলে আউটই হতেন পোলার্ড! ধোনি সঠিকই ছিলেন এলবিডাব্লিউ নিয়ে, শুধু রিভিউ চেয়েই যা একটু ভুল করে বসলেন!