• আইপিএল
  • " />

     

    স্ত্রীকে ফোন করার পর এই ডি ভিলিয়ার্স

    স্ত্রীকে ফোন করার পর এই ডি ভিলিয়ার্স    

    ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে ছিলে না। সুস্থ হয়ে মাঠে নেমেই ২২ গজে ঝড় তুললেন এবি ডি ভিলিয়ার্স। গতকাল আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস খেলার পর বলেছেন, দুর্দান্ত এই ইনিংসের পেছনে তাঁর স্ত্রীই অনুপ্রেরণা জুগিয়েছেন।

     

    বরাবরের মতো কালকের ম্যাচেও বাহারি শটের পসরা সাজিয়ে বসেছিলেন এবি। ৪৬ বলের ৮৯ রানের ইনিংসে ছিল ৯ টি ছয়, যার মাঝে ২টি স্টেডিয়ামের ছাদে পৌঁছে গিয়েছে। দলের মোট রানের ৬০ শতাংশই এসেছে তাঁর ব্যাট থেকে। মানসিকভাবে দারুণ চাঙ্গা হয়ে মাঠে নেমেছিলেন বলেই জানালেন তিনি, “সত্যি বলতে, কিছু শট খেলার পর আমি নিজেই বিস্মিত হয়েছিলাম! পুরো ব্যাপারটাই আসলে মানসিক। এটা স্বীকার করতেই হবে, গত কয়েকদিন ধরে আমার আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি ছিল।”

     

     

    তাহলে ম্যাচের আগে কী এমন হয়েছিল যে আত্মবিশ্বাসটা ফিরে এসেছে? ডি ভিলিয়ার্স এই কৃতিত্বটা নিজের স্ত্রীকেই দিচ্ছেন, “ স্ত্রীকে ফোন দিয়ে নিজের সমস্যার কথাগুলো বলেছিলাম। সে আমাকে শান্ত থাকতে বলল। সেও ভারতে আসছে, এই ব্যাপারটাই আমাকে উজ্জীবিত করেছে। এখন আমি দারুণ আনন্দেই আছি বলতে পারেন! ”